ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

লক্ষ্মীছড়িতে আধাবেলা হরতাল পালন

লক্ষ্মীছড়িতে আধাবেলা হরতাল পালন

নিউজ ডেস্ক: লক্ষ্মীছড়ি উপজেলায় শ্রমিক নাঈম হোসেন (৩০) নিহত হওয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে আধাবেলা হরতাল পালন করা হয়েছে।

হরতালের কারণে লক্ষ্মীছড়িতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ ছিলো।

এই সময় খোলেনি দোকানপাট। হরতালের সমর্থনে স্থানীয়রা বিভিন্ন জায়গায় পিকেটিং করছেন বলে খবর পাওয়া গেছে।  এ সময় তারা নাঈম হত্যার বিচার চেয়ে স্লোগান দেন।

বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৬টা থেকে শুরু হয়ে এ হরতাল চলে দুপুর ১২টা পর্যন্ত।

আরও পড়ুন

এর আগে বুধবার (১৯ জুন) এক বিক্ষোভ সমাবেশ থেকে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। নিহত নাঈম লক্ষ্মীছড়ির জুর্গাছড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাট বাজারে দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পরিবহন শ্রমিক নাঈম গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় সাজেক থানায় মামলা দায়ের করা হয়েছে। নাঈমের চাচা বাবুল হোসেন অজ্ঞাতপরিচয় আসামি দেখিয়ে মামলাটি দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি