রংপুরের পীরগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফুল মিয়া (৫২) নামে বেকারি মালামাল পরিবহনকারী ভ্যান চালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় রংপুর-ঢাকা মহাসড়কের জামতলা নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে। সে লাল চানপুরের আব্দুল জলিলের ছেলে।
বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানা পুলিশের ইনচার্জ সোলায়মান শেখ জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় রংপুর-ঢাকা মহাসড়কে মুক্তি ফিলিং স্টেশনের সামনে রংপুর থেকে ঢাকাগামী রোমার পরিবহন বেকারি ভ্যানে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক ফুল মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। তবে নিহতের স্বজনরা অভিযোগ না করায় মামলা রুজু হয়নি।
আরও পড়ুনমন্তব্য করুন