ভিডিও শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে ওয়ান শ্যুটারগানসহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুরে ওয়ান শ্যুটারগানসহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার, ছবি: দৈনিক করতোয়া

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আজ বুধবার (১০ জুলাই) ভোরে ওয়ান শ্যুটারগানসহ ডাকাতদলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। আটককৃত ডাকাত মো. মামুন প্রামাণিক (২৮) উল্লাপাড়া থানার লাহিড়ি মোহনপুরের মো. পর্বত প্রামাণিকের ছেলে। তার বিরুদ্ধে শাহজাদপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজ রানা সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানা পুলিশ আজ বুধবার (১০ জুলাই) ভোর রাতে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর উত্তর পাড়ার মো. বাবুল শেখের বাড়িতে অভিযান চালালে ভাড়াটিয়া মো. মামুন প্রামাণিক কৌশলে পালানোর চেষ্টা করে।

এ সময় পুলিশ তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে তার শয়নকক্ষের বিছানা থেকে একটি সচল ওয়ান শ্যুটারগান বের করে দেয়। ডাকাতি করাই তার মূল পেশা। পরে অস্ত্রসহ গ্রেপ্তার করে অবৈধ অগ্নেয়াস্ত্র রাখার অপরাধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

আরও পড়ুন

তার বিরুদ্ধে. সিরাজগঞ্জ, রায়গঞ্জ, বগুড়া, রংপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার