ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে দিল বিএসএফ

মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে দিল বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে বাংলাদেশে পাঠিয়েছে (পুশব্যাক) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বৃহস্পতিবার ভোরের দিকে তাঁদের বাংলাদেশে পাঠানো হয়।

স্থানীয় ব্যক্তিরা বলেন, ভোর চারটার দিকে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামসংলগ্ন সীমান্তের কাঁটাতারের গেট খুলে দেয় বিএসএফ। এ সময় ১০ জন ভারত থেকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন। তাঁরা নাজিরাকোনা গ্রামের ভেতর দিয়ে মুজিবনগর উপজেলা শহর কেদারগঞ্জে পৌঁছান ভোরের দিকে।

সীমান্ত পার হয়ে দেশে আসা সাতক্ষীরার দেবহাটা থানার পারুলিয়া গ্রামের বাসিন্দা আদম আলী গাজী বলেন, ২০০৮ সালে সাতক্ষীরা সীমান্ত পার হয়ে কাজের জন্য ভারতে গিয়েছিলেন। সেখানে অবকাঠামো নির্মাণের কাজে যুক্ত ছিলেন। কয়েক মাস আগে পুলিশের এক অভিযানে আটক হন ও কিছুদিন জেলহাজতে ছিলেন। পুলিশ গত বুধবার রাত ১২টায় তাঁদের বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফ তাঁদের দেশে ফেরত পাঠায়। এখন নিজেদের বাড়ি সাতক্ষীরায় যাচ্ছেন।

একই এলাকার বাসিন্দা আল আমিন বিশ্বাস বলেন, ‘কাজের আশায় এত দিন ধরে ভারতে অবৈধভাবে ছিলাম। এত দিন কাজ করে যা আয় করেছিলাম, তা–ও আনতে পারলাম না।’

আরও পড়ুন

যশোরের বাঘারপাড়ার বাসিন্দা কামাল হোসেন বলেন, ‘আমাদের সঙ্গে আরও সাতজন ছিলেন। তাঁরা দ্রæত দেশে প্রবেশ করে সটকে পড়েন। পুলিশের আটকের ভয়ে ভোরের দিকে বাংলাদেশে প্রবেশ করে তাঁরা নিজের এলাকায় চলে গেছেন।’

মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন বলেন, ভোরের দিকে ১০ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফেরত পাঠিয়েছে। স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করার সময় কাঁটাতারের বেড়া পার হয়ে ১০ জন ব্যক্তিকে দেশে প্রবেশ করতে দেখেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল দত্ত বলেন, পুশব্যাকের ব্যাপারে পুলিশকে জানানো হয়নি। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে খোঁজ করছে।

বিষয়ে জানতে চাইলে বিজিবি মুজিবনগর নাজিরাকোনা বিওপির ভারপ্রাপ্ত কমান্ডার শাহ আলম বিকেলে মুঠোফোনে বলেন, ভারতের কাঁটাতার পার হয়ে দেশে মানুষ ফেরত এসেছে, এমন কোনো বিষয় সম্পর্কে তথ্য জানা নেই। এমন ঘটনা ঘটলে জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব

গাজায় ৫০ দিনের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছেন ট্রাম্পের দূত

বগুড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

বান্ধবীর সঙ্গে ঘুমোচ্ছিলেন যুবক, গুলি করে দিল পোষ্য কুকুর!

লাখ টাকায় বিক্রি হচ্ছে হোলির পিচকারি! 

চরিত্র হয়ে পর্দায় ফিরতে চান ফারিয়া