ভিডিও শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

নেত্রকোনায় পানিতে পড়ে শিশু নিখোঁজ

নেত্রকোনায় পানিতে পড়ে শিশু নিখোঁজ

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় উব্দাখালি নদী তীরের প্লাবন ভ‚মির পানিতে পড়ে নিখোঁজ রয়েছে সাত বছরের শিশু বৃষ্টি ঋষি। শিশুটি কলমাকান্দা উপজেলা সদর ইউনিয়নের বগাজান গ্রামের কৃপেন্দ্র ঋষি ও ববিতা ঋষির মেয়ে।

শনিবার সকালে বাড়ির অদূরে বাবনি গ্রামের কাঁচা সড়ক দিয়ে যাওয়ার সময় শিশুটি কিনারায় পড়ে স্রোতে ভেসে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা শিশুর খোঁজে জাল ফেলে নৌকা নিয়ে ডুবে যাওয়া নদীর তীরবর্তী এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়েছে সকাল থেকে। তবে দুপুর পর্যন্ত শিশুর খোঁজ, পায়নি উদ্ধারকারীরা। এদিকে নেত্রকোনা জেলায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় ভৈরব জেলায় খবর দেয়া হয়েছে বলে জানান, কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম। শিশুটি আগ বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ শিশু বৃষ্টি ঋষির পরিবার জানায় , দুদিনের ফের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কলমাকান্দা উপজেলার নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে প্লাবিত হওয়া নদীর তীরবর্তীর বেশ কিছু কাঁচা গ্রমীণ সড়ক পানিতে ছুঁই ছুঁই। এ অবস্থায় শনিবার সকালে বগাজান গ্রামের নিজ বাড়ি থেকে বৃষ্টির বড় ভাই সোহাগ ঋষি বের হলে তার পিছনে পিছনে ছোট বোন বাবনী গ্রামে ফুটবল খেলার মাঠ সংলগ্ন কাঁচা সড়কে এসে দাঁড়ায়। তার ভাই হঠাৎ বৃষ্টিকে দেখে তাকে বুঝিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য ওই ব্রীজের ওপর রেখে আসে। এসময় প্রত্যক্ষদর্শী আব্দুল কুদ্দুছ নামে এক জেলে দেখতে পান ব্রীজ থেকে নেমে পানিতে তলিয়ে যাওয়া সড়কের দিকে একটা শিশু হাঁটছে। তা দেখে তিনি তার নৌকা নিয়ে ওই শিশুর কাছে আসতে আসতে শিশুটি পা পিছলে সড়কের পাশে পানিতে পড়ে যায়। তিনি কাছে গিয়ে আর পাননি শিশুটিকে। পরে এলাকাবাসী নদী পর্যন্ত জাল ফেলে ও নৌকা দিয়ে খোঁজাখুঁজি করতে থাকে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত নিখোঁজ শিশু উদ্ধার হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার