রাজধানীতে সংঘর্ষে এবার ইমপেরিয়াল কলেজের শিক্ষার্থী নিহত

রাজধানীর আফতাবনগরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
একাদশ শ্রেণিতে সদ্য ভর্তি হওয়া এই শিক্ষার্থীর নাম মো. জিল্লুর শেখ। রাজধানীর ঢাকা ইম্পেরিয়াল কলেজের ছাত্র সে।
কলেজটির অধ্যক্ষ আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “দুইদিন আগে বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছে ওই শিক্ষার্থী। ২০২৪ - ২৫ সেশনে একাদশ শ্রেণিতে সে ভর্তি হয়। এখনও ক্লাস শুরু হয়নি। তার বাড়ি গোপালগঞ্জ এবং ঢাকায় বাসা আফতাবনগরে।”
আরও পড়ুন“সে আন্দোলনে অংশ নিয়েছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে নিহত হয়েছে। আফতাবনগরেই তার বাসা। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। বিকেলে এখানে জানাজা হবে। পরে গোপালগঞ্জে দাফন করা হবে,” জানান মি. আহমেদ।
নিহত ওই শিক্ষার্থীর বাবার নাম মো. হাসান বলে জানান মি. আহমেদ।
মন্তব্য করুন