ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

চার দিনের পুলিশ রিমান্ডে বগুড়া জেলা বিএনপি নেতা হেনা

চার দিনের পুলিশ রিমান্ডে বগুড়া জেলা বিএনপি নেতা হেনা

কোর্ট রিপোর্টার : বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ, মারপিট, ককটেল বিস্ফেরণসহ ৩০ লাখ টাকার ক্ষতির অভিযোগ এনে দায়েরকৃত মামলায় হাজতি আসামি বগুড়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাকে (৫২) চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ বুধবার (৩১ জুলাই) তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক মো. মুমিন হাসান বিএনপি নেতা হেনাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এই মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বিএনপি’র এই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এসময় আদালত এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়।

উল্লেখ্য, বগুড়া জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. খালেকুজ্জামান রাজা গত ২২ জুলাই বগুড়া সদর থানায় জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. এরশাদুল বারী, ৬নং ওয়ার্ড কাউন্সিলার পরিমল চন্দ্র দাস, জেলা যুবদলের আহব্বায়ক জাহঙ্গীর আলমসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠন এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ৮৭ জনের নাম উল্লেখসহ প্রায় দেড়শ’ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলনের নামে সরকার বিরোধী ¯েøাগান দিয়ে লাঠি, লোহার রড, সাবল, রামদা ও ককটেল নিয়ে গত ১৬ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সাতমাথাস্থ টেম্পল রোডে বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেতন হন।

আরও পড়ুন

এসময় রেজাউল করিম বাদশা ও আলী আজগর তালকুদার হেনার হুকুমে অন্যান্য আসামিরা ওই কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাট করে।

এসময় ককটেল বিস্ফোরণ ঘটায়। আসামিরা মুজিব মঞ্চের সেড ভেঙে আগুন ধরিয়ে দেয়, বঙ্গবন্ধুর মুর‌্যাল ভাঙচুর করে এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনির ব্যবসায়ীক প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজ ভাঙচুর করে। এতে আওয়ামী লীগ অফিসের ৩০ লাখ টাকার ক্ষতি হয় মর্মে অভিযোগে বলা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

কাবাডিতে ব্রোঞ্জ জয়ি মেয়েদের জন্য ক্রীড়া উপদেষ্টার অনুদান