ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা

পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক: হবিগঞ্জে সদর উপজেলার গংগানগর গ্রামে দুইটি পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ‍দুই মাছ চাষিরা। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে  সুমন নন্দী ও নির্মল কান্তি দাশের পুকুরে এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত মাছ চাষি সুমন নন্দী বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ দেয়। এতে বিষক্রিয়ায় পুকুরে থাকা কার্পজাতীয় মাছ মরে ভেসে ওঠে। কিছু মাছ মরে পানির নিচে তলিয়ে যায়। শুক্রবার সকালে টের পাই। প্রায় ২৫ শতকের জলাশয়ে (পুকুর) নানা প্রজাতির মাছ ছিল। এখানে আমার দেড় লাখ টাকা খরচ হয়েছে। মাসখানেক পর মাছ বিক্রি করে দুই থেকে আড়াই লাখ টাকা পেতাম। 

তিনি আরও বলেন, মাছ ছাড়াও পুকুরের পানিতে থাকা সাপ ও অন্যান্য কীটও মরে ভাসতে দেখা গেছে। এতে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

আরেক ক্ষতিগ্রস্ত মাছ চাষি নির্মল কান্তি দাশ বলেন, একই রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আমার ১৮ শতকের পুকুরেও বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আইনের কাছে এর সুবিচার কামনা করছি। 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ছয় হাজার টাকার ব্যাটারির জন্য হত্যা 

ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা

নারায়ণগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে 

শেষ মুহূর্তের গোলে পয়েন্ট ভাগাভাগি চেলসির

ওভারটেক করতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

ডেসটিনি’র এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড