নিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৮ রাত
জবি প্রাণিবিদ্যা বিভাগের এনএসসিসি ক্লাবের নতুন কমিটি ঘোষণা
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ন্যাচার স্টাডি অ্যান্ড কনজারভেশন ( এনএসসিসি) ক্লাবের বার্ষিক সাধারণ সভায় ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো: সাব্বির আহাম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের অথিয়া দে।
গত রবিবার (২২ সেপ্টেম্বর) জবি প্রাণিবিদ্যা বিভাগের প্রকৃতি বিষয়ক সংগঠন ন্যাচার স্টাডি এন্ড কনজারভেশন ক্লাবের ৯ম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ন্যাচার স্টাডি অ্যান্ড কনজারভেশন ক্লাবের শিক্ষা ও গবেষণা সম্পাদক মোসা: মাহিয়া তাসনিম এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সভাপতি সজীব বিশ্বাস বিদায়ী কমিটির কার্যক্রম উপস্থাপনা, অভিজ্ঞতা এবং দিক নির্দেশনামুলক আলোচনা ও বক্তব্য প্রদান করেন।
এছাড়া ঘোষিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন মো: হামিদুর রহমান নাঈম ১৪ তম ব্যাচ (সহ-সভাপতি), ওয়াসিম খান ১৪ তম ব্যাচ (সহ-সভাপতি), আলী আকবর ১৫ তম ব্যাচ (যুগ্ম-সাধারণ সম্পাদক), শিফা বিনতে হাসান ১৪ তম ব্যাচ (সাংগঠনিক সম্পাদক), ফাহিমা আক্তার সুমি ১৪ তম ব্যাচ (কোষাধ্যক্ষ), আতিকুল ইসলাম মিঠু ১৫ তম ব্যাচ (শিক্ষা ও গবেষণা সম্পাদক), মোস্তাফিজুর রহমান ১৬ তম ব্যাচ (দপ্তর সম্পাদক), মো: আরিফুজ্জামান খান ১৫ তম ব্যাচ (তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক), পূজা মণ্ডল ১৫ তম ব্যাচ (প্রকাশনা স্মপাদক), মোছা: সাদিয়া আফরিন শিমু ১৫ তম ব্যাচ (সংস্কৃতি বিষয়ক সম্পাদক), সাজিদ হাসান প্রাঙ্গন ১৫ তম ব্যাচ (কার্যকরী সদস্য), মো: রিফাত আহমেদ ১৫ তম ব্যাচ (কার্যকরী সদস্য), উমা ইসলাম ১৬ তম ব্যাচ (কার্যকরী সদস্য), ফাতিমা স্বর্ণা ১৬ তম ব্যাচ (কার্যকরী সদস্য), আল-আমীন শেখ ১৬ তম ব্যাচ (কার্যকরী সদস্য), আমেনা আক্তার আনিকা ১৬ তম ব্যাচ (কার্যকরী সদস্য), জাইমা জারনাজ প্রীতি ১৭ তম ব্যাচ (কার্যকরী সদস্য),গৌরাঙ্গ দাস ১৭ তম ব্যাচ (কার্যকরী সদস্য), মো: মাহফুজ হোসাইন ১৭ তম ব্যাচ (কার্যকরী সদস্য), মুনিহা রহমান তন্ময় ১৭ তম ব্যাচ (কার্যকরী সদস্য), খাইরুন্নেসা ঝিলিক ১৮ তম ব্যাচ (কার্যকরী সদস্য), রাফায়াত হাসান রাব্বি ১৮ তম ব্যাচ (কার্যকরী সদস্য) এবং আসিফ ইকবাল ১৮ তম ব্যাচ (কার্যকরী সদস্য)।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবটির উপদেষ্টা অধ্যাপক ড. অনির্বাণ সরকার এবং উপস্থিত ছিলেন অধ্যাপক ড. দোলন রায়, সহকারি অধ্যাপক সাখাওয়াত হোসেন, সহকারি অধ্যাপক আমির হোসেন, সহকারি অধ্যাপক মোঃ আসাদুজ্জামান এবং সহকারি অধ্যাপক আসমাউল হোসনা।
উল্লেখ্য যে ২০১০ সালে ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকেই প্রকৃতির বিভিন্ন বিষয়ে বিভিন্ন সচেতনতা মূলক ইভেন্ট, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, গবেষণা ও প্রকৃতি বিষয়ক নানান প্রতিযোগিতার আয়োজন করে আসছে। প্রাণিবিদ্যা বিভাগে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই ক্লাব। ক্লাবটির সুদীর্ঘ পথচলায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস, ব্যাঙ সংরক্ষণ দিবস, বিশ্ব মৎস্য দিবস সহ বিভিন্ন দিবস গুলোতে নানান সচেতনতামূলক কর্মকান্ডের মাধ্যমে উদযাপন করে আসছে।
মন্তব্য করুন