কর্মসূচি সম্পাদনের সফলতায় জবি ছাত্রলীগের কমিটির মেয়াদপূর্তি

প্রকাশিত: জানুয়ারী ০৩, ২০২৩, ০৪:১৪ দুপুর
আপডেট: জানুয়ারী ০৩, ২০২৩, ০৪:১৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

অমৃত রায়, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ শেষ হলো গত ১লা জানুয়ারি ২০২৩ সালে। তরিকুল রাসেল কমিটির ২ বছর পর ১লা জানুয়ারি ২০২২ এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কমিটিতে আসে নতুন নেতৃত্ব।

গত এক বছরে কমিটির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রাজনীতি চর্চায় এসেছে নানাবিধ সফলতা। এর মধ্যে উল্লেখযোগ্য মাদকবিরোধী কর্মশালা, বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা,  বই বিতরণ, বিভিন্ন বিভাগের ও ইনস্টিটিউট এর  কমিটি প্রদান, অনুষদের কমিটি প্রদান প্রভৃতি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু রাজনীতি চর্চা ও শিক্ষার্থীদের সুবিধার্তে প্রয়োজনীয় সকল পদক্ষেপ এ কমিটি নিয়েছে বলে দাবী তাদের। যদিও কমিটির এক বছর মেয়াদ পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি হয়ে উঠেনি। তবে এ বিষয়েও আশা ব্যক্ত করেছেন জবি ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ বিষয়ে কথা বলতে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো ইব্রাহিম ফরাজী বলেন," আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সফল কাজ সম্পাদন করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মশালা আয়োজন,  আলোচনা সভা ও বই বিতরণ, ২৪ টি বিভাগের কমিটি, ২ টি ইনস্টিটিউট ও ১ টি অনুষদের কমিটি ইতোমধ্যেই দেওয়া হয়েছে।

বাকীগুলোর সিভি গ্রহণ চলছে। পূর্নাঙ্গ কমিটিও আগামী এক মাসের মধ্যে দিয়ে দিতে পারবো বলে আমরা আশাবাদী। তবে নতুন কেন্দ্রীয় কমিটির সাথে সাক্ষাৎকার ও আলোচনা করেই আমরা পূর্ণাঙ্গ কমিটি দিবো। তবে গত এক বছরে আমরা যেসব কাজ করেছি তা সফলতার সাথে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু রাজনীতি চর্চায় এক বিরাট অধ্যায়।"

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়