ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

ইউজিসি আয়োজিত ইনোভেশন শোকেসিং কর্মশালায় চ্যাম্পিয়ন জবি

জবি প্রতিনিধিঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক আয়োজিত ই-গভর্নেন্স এবং ইনোভেশন ওয়ার্ক প্ল্যান ২০২৩-২৪ বাস্তবায়নের অংশ হিসাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির উদ্ভাবন প্রদর্শনের উপর কর্মশালায় চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন বিষয়ক ফোকাল পয়েন্ট ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জুলফিকার মাহমুদের নেতৃত্বে চ্যাম্পিয়ন দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী-এর সাথে রোববার শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অডিটোরিয়ামে দুইদিন ব্যাপি (১৭ ও ১৮ ফেব্রুয়ারি) ইনোভেশন শোকেসিং শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। যেখানে সারা বাংলাদেশ থেকে ৫২ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তাদের বিভিন্ন উদ্ভাবনীমূলক আইডিয়া নিয়ে অংশগ্রহণ করে। কর্মশালায় শ্রেষ্ঠ উদ্ভাবনীমূলক আইডিয়ার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে প্রথম রানার-আপ নির্বাচিত হয় এবং একইসাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় দ্বিতীয় রানার-আপ হিসেবে নির্বাচিত হয়।

উক্ত কর্মশালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ই-গভর্নেন্স এন্ড ইনোভেশন ফোকাল পয়েন্ট এবং কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: জুলফিকার মাহমুদ। ইনোভেটর হিসাবে ছিলেন সিএসই বিভাগের শিক্ষার্থী মো: মাহাদি হাসান, নিশাত মাহমুদ এবং মো: ওয়ালিউল ইসলাম রায়হান।

আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী আইডিয়ার শিরোনাম ছিলো “স্মার্ট সিটি গড়ে তোলার লক্ষ্যে পয়েন্ট অবসেল (পিওএস) মেশিন ব্যবহার করে আরএফআইডি কার্ড ভিত্তিক গণপরিবহন ব্যবস্থা”। এই প্রকল্পটি একটি আরএফআইডি কার্ড ভিত্তিক ই-টিকিটিং সিস্টেম যা ডিজিটাল ওয়ালেট, মোবাইল ব্যাংকিং এবং জিপিএস ট্র্যাকিং ব্যবহার করে গণপরিবহন পরিষেবা প্রদান করে থাকে। এর লক্ষ্য হলো বাসভাড়া এবং বিদ্যমান ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করে গণপরিবহন ব্যবস্থার সমস্যাগুলো সমাধান করা। এটি জিপিএস অবস্থানের উপর ভিত্তি করে বাস ভাড়া নির্ধারণ করে, যা যাত্রীরা ডিজিটালি পরিশোধ করতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি