ভিডিও রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

তাপপ্রবাহে স্কুলে স্যালাইন রাখাসহ মাউশির ৯ নির্দেশনা

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বইছে তাপপ্রবাহ। শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে তীব্র গরম পড়লেও আর স্কুল বন্ধ রাখতে চায় না সরকার। এজন্য তাপপ্রবাহেও স্কুলগুলোতে ক্লাস চালু রাখা হয়েছে। তবে তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলা রাখতে স্কুলে পর্যাপ্ত খাবার স্যালাইন রাখাসহ ৯টি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (১৯ মে) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরীর সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সরকারি-বেসরকারি সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজকে এ নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে বলা হয়েছে।

তাপপ্রবাহে স্কুল রাখতে ৯ নির্দেশনা

>> পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ বন্ধ রাখতে হবে।

>> শ্রেণি কার্যক্রম চলাকালীন শ্রেণিকক্ষের সব দরজা-জানালা খোলা রাখতে হবে।

>> শিক্ষাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক পাখা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (যদি থাকে) সচল রাখা।

আরও পড়ুন

>> পর্যাপ্ত বিশুদ্ধ পানির সুব্যবস্থা করা।

>> নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা। যাতে কোনো শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক জরুরি চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা যায়।

>> প্রয়োজনীয় খাবার স্যালাইনের ব্যবস্থা রাখা।

>> শিক্ষার্থীদের সার্বক্ষণিক শ্রেণিকক্ষে অবস্থান নিশ্চিত করা।

>> প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা যেন যথাসম্ভব সূর্যের আলো থেকে নিজেদের দূরে রাখে সে বিষয়টি নিশ্চিত করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫

আইনজীবী আলিফ হত্যা : তদন্ত কমিটির সব সদস্যের পদত্যাগ 

আজও খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

বাংলাদেশের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত 

সমালোচনার পর কমলো বিপিএল মিউজিক ফেস্টের টিকিটমূল্য

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮