ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

স্থগিত করা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম 

স্থগিত করা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম, ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৩০ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তিনটি (এ, বি ও সি) ইউনিটের প্রধান সমন্বয়ক স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত স্নাতক প্রথম বর্ষের ভর্তি ও সাক্ষাৎকার কার্যক্রম পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। এর আগে, ৩০ জুন বিকালে ‘এ’ ইউনিটের সপ্তম মেধাতালিকা প্রকাশিত হয়েছিল। তার কয়েক ঘণ্টার মধ্যে এই ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া ১ জুলাই ‘বি’ ইউনিটের নবম মেধাতালিকার ভর্তির শেষ তারিখ থাকলেও নতুন ঘোষণার ফলে তা স্থগিত থাকবে। অন্যদিকে, আগামী ১ ও ২ জুলাই ‘সি’ ইউনিটের ষষ্ঠ মেধাতালিকা থেকে ভর্তির সময়সূচি ছিল।

আরও পড়ুন

প্রসঙ্গত, রবিবার (৩০ জুন) বেলা ১১টায় অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা এবং দাফতরিক কাজ বর্জনের ঘোষণা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা। পরে ওইদিন রাতে রাবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রত্যয় স্কিমের প্রতিবাদে সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে ৮টি কর্মসূচির মধ্যে ৩ ও ৫ নম্বরটিতে ভর্তি পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে বলা হয়। এরপরই তিন ইউনিট থেকে পৃথক এই তিন বিজ্ঞপ্তি দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে বাস উল্টে খাদে,আহত ২৩

জাহাজ থেকে বিদেশে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সুশৃঙ্খল মানুষেরা সফল হয় কেন?

আওয়ামী লীগ এদেশে ভোটের গণহত্যা করেছিল: জামায়াত আমির

জাকেরকে নিয়ে যা জানালেন সালাউদ্দিন