তবে কী যমজ সন্তান আসতে চলেছে রণবীর-দীপিকার ঘরে
চলতি মাসেই রণবীর-দীপিকার ঘর আলো করে আসছে নতুন অতিথি। তাই তো সন্তান আসার আগ মুহূর্তে দীপিকাকে আগলে রাখতে ব্যস্ত রণবীর। কয়েকদিন আগে দীপিকার সুস্পষ্ট বেবি বাম্প অবসান ঘটিয়ে দেয় সকল জল্পনার। এবার তাদের অনুরাগীরা নিশ্চিত, নিজের গর্ভেই সন্তান ধারণ করছেন দীপিকা।
গত সোমবার সামাজিক মাধ্যমে দীপিকার মাতৃত্বের ছবিগুলো শেয়ার করা হয়। সেই ছবিগুলোতে দেখা যায়, এক অনবদ্য মুহূর্ত উপভোগ করছেন রণবীর-দীপিকা। সাদা কালো আবছায়ায় বেবিবাম্পটা স্পষ্ট দীপিকার।
সেই ছবিতে বিভিন্ন পোশাকে দেখা গেছে দীপিকাকে। একটি হালকা কার্ডিগান, ব্লেজার এবং একটি সোয়েটার। এসব পোশাকে ফুটে ওঠে দীপিকার গর্ভাবস্থার উজ্জ্বল আভা।
আরও পড়ুনরণবীর-দীপিকার সুন্দর মুহূর্ত ফুটে ওঠা এ সকল ছবি দেখে ভক্ত-অনুরাগীদের মনে ব্যাপক আগ্রহ জন্মায় তাদের অনাগত সন্তানকে নিয়ে। এরই মধ্যে অনুরাগীদের কেউ কেউ মনে করছেন যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন রণবীর-দীপিকা দম্পতি! নেটিজেনদের মন্তব্য, ‘মনে হচ্ছে তাদের শীঘ্রই যমজ সন্তান আসতে চলেছে।’ কারও মতে, ‘দেখে মনে হচ্ছে দু’জন আসছে।’
দম্পতির ভাগ করে নেওয়া সেই ছবি-মুহূর্তগুলো মন ছুঁয়ে দেয় সকলের। শুভকামনায় ভরিয়েও দেন নেটিজেনরা।
মন্তব্য করুন