প্লাস্টিক সার্জারি নিয়ে যা বললেন কারিনা
বিনোদন ডেস্ক : বলিউডের অন্যান্য নায়িকার মতো কারিনাও প্লাস্টিক সার্জারি করিয়েছেন, দাবি অনেকের। নইলে এই বয়সেও এত আকর্ষণীয় রূপে ধরা দেওয়া সম্ভব নয়। কিন্তু বিষয়টি মোটেই ঠিক নয় বলে জানিয়েছেন কারিনা।
কারিনার অন্যান্য নায়িকাদের মতো প্লাস্টিক সার্জারি না করানোর কারণও জানিয়েছেন। স্বামী সাইফ আলি খানের জন্যই প্লাস্টিক সার্জারি করাননি এ নায়িকা। কিছুদিন আগে একটি সিনেমার প্রচারণায় গিয়ে কারিনা এই গোপন তথ্য জানান। এসময় কারিনা বলেন, ‘রূপের কোনো বয়স হয় না। প্রত্যেক বয়সেই আলাদা আলাদা রূপের সৌন্দর্য ও মাধুর্য থাকে। আসলে আমি নিজেও প্লাস্টিক সার্জারি করানোর পক্ষপাতি নই। সাইফও পছন্দ করে না বরং আমি এখন যেমন, সাইফ এ রূপেই আমাকে আবেদনময়ী হিসেবে দেখে। আমিও সাইফকে এভাবেই দেখতে চাই।’
আরও পড়ুনকারিনা কাপুর আবারও নতুন রূপে পর্দায় ফিরছেন। এবার তাকে দেখা যাবে গোয়েন্দার চরিত্রে। পরিচালক হানসাল মেহতার নতুন ‘বাকিংহাম মাডার্স’ সিনেমাতে গোয়েন্দার ভূমিকায় কারিনাকে দেখা যাবে। হলিউডের জনপ্রিয় ‘মেয়ার অফ ইস্টটাউন’ ওয়েব সিরিজে কেট উইন্সলেট যে চরিত্রে অভিনয় করেছিলেন, এর অনুকরণেই নির্মিত হয়েছে কারিনার এই চরিত্র। আগামী ১৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পাবে।
মন্তব্য করুন