ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

নতুন দুই ধারাবাহিকে ছন্দা...

নতুন দুই ধারাবাহিকে ছন্দা...

অভি মঈনুদ্দীন: চ্যানেল আইতে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘দাদাজান’। এতে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। ধারাবাহিকটি রচনা করেছেন আহসান আলমগীর। পরিচালনা করেছেন আল হাজেন। সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার চ্যানেল আইতে ধারাবাহিকটি প্রচার হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজও চ্যানেল আইতে নাটকটির প্রচার হবে।

এদিকে কিছুদিন আগে বিটিভিতেও প্রচার শুরু হয়েছে ছন্দা অভিনীত আরো একটি নতুন ধারাবাহিক। নাটকটির নাম ‘ফেরারি সুখ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফজলুল হক আকাশ। নতুন দু’টি ধারাবাহিক নাটকে অভিনয় প্রসঙ্গ ছন্দা বলেন,‘ দুটি নাটকেরই গল্প সুন্দর। দুটিতেই আমার চরিত্রও আমার খুব ভালো লাগার। যে কারণে দুটি ধারাবাহিকেই ভীষণ আন্তরিকতা নিয়ে আমি কাজ করেছি। নাটক দুটি প্রচারের পরও বেশ ভালো সাড়া পাচ্ছি। দর্শকের প্রতি বরাবরের মতো আন্তরিক কৃতজ্ঞতা।’

আরও পড়ুন

ছন্দা অভিনীত সর্বশেষ দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ছিলো ‘মাশরাফি জুনিয়র’। সাজ্জাদ সুমন পরিচালিত এই ধারাবাহিকটি দীপ্ত টিভিতে প্রচার চলছে।  এদিকে কয়েকদিন আগেই ছন্দা আমেরিকা থেকে দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি তার স্বাভাবিক কাজে ব্যস্ত সময় পার করছেন। ছন্দা ২০০১ সালে নির্মাতা অভিনেতা সতীর্থ রহমান রুবেলকে বিয়ে করেন। তাদের দুই কন্যা টাপুর টুপুর। মুস্তাফা মনোয়ারের পরিচালনায় ‘স্ত্রীর পত্র’ নাটকটি তার ক্যারিয়ারের সাড়া জাগানো একটি নাটক। সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ‘একজন আয়নাল লস্কর’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হন। ছন্দা অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো শাহরিয়ার নাজিম জয়ের ‘অর্পিতা’, নারগিস আক্তারের ‘যৈবতী কন্যার মন’, মুশফিকুর রহমান গুলজারের ‘টুঙ্গী পাড়ার দুঃসাহসী খোকা’ ইত্যাদি। তার অভিনীত উল্লেখযোগ্য ওয়েব ফিল্ম হলো মিজানুর রহমান আরিয়ানের ‘পুণঃর্মিলণ’ ও অনিমেষ আইচের ‘মায়া’। ‘জোছনা’ শিরোনামের নাটক পরিচালনার মাধ্যমে নাট্য পরিচালকের তালিকায় নাম লেখান এই অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার কমিশন জমা দিয়েছে সংস্কার প্রস্তাব

নবজাতকের কান্না মাটির নিচ থেকে ভেসে আসছিল, কাটা হয়নি নাড়িও

এগিয়ে থেকেও ম্যানচেস্টার সিটির অবিশ্বাস্য ড্র 

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের সরিয়ে দেওয়া হয়েছে

নারায়ণগঞ্জে দুটি কারখানায় আগুন 

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশ কর্তারা