ভিডিও

গানে নয় উপস্থাপনাতেই ব্যস্ত হয়ে উঠলেন সুমী

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৯:১৭ রাত
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৯:১৯ রাত
আমাদেরকে ফলো করুন

অভি মঈনুদ্দীন: নাহিদা আফরোজ সুমী, এই প্রজন্মের নন্দিত উপস্থাপিকা। একজন ব্যক্তিত্ব সম্পন্ন এবং বিশেষত সঙ্গীত বিষয়ে বিষদ জানা একজন উপস্থাপিকা হিসেবে ইণ্ডাষ্ট্রিতে সুমীর বেশ সুনাম রয়েছে। যে কারণে সুমী’কে সাধারণত সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানগুলোতেই বেশি দেখা যায়। চ্যানেলের অনুষ্ঠান প্রযোজকদের সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানের ক্ষেত্রে সুমীর প্রতি প্রবল আস্থা রাখেন। তবে সুমী একটা সময় গান গাইতেন। বিশেষত রবীন্দ্র সঙ্গীত। সুমী পড়াশুনা করেছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সঙ্গীত বিভাগে (অনার্স ও মাস্টার্স)। তার বিষয় ছিলো রবীন্দ্র সঙ্গীত। ‘ রবীন্দ্রনাথের ভাঙ্গা গানে রাগের ব্যবহার’ বিষয়ে তিনি এমফিল (গবেষনা ডিগ্রী) সম্পন্ন করেন। যা তার আগামীদিনের ‘পিএইচডি’ প্রোগ্রামের জন্য একটি অস্থায়ী তালিকাভুক্তি হিসাবেও কাজ করতে পারে। সুমীর গবেষণার বিষয়টি এতোটাই মৌলিক ছিলো যে তার এই গবেষণা পত্রটি অনেকেই রেফারেন্স হিসেবে নিয়ে প্রায়শই কাজ করেন। ২০০৮ সালে সুমীর বাবা আলাউদ্দিন আহমেদ ক্যান্সারে মারা যান। ২০০৯ সাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনাকালীন ‘ঢাকা এফএম’-এ উপস্থাপনা শুরু করেন।

পরবর্তীতে ‘কালারস এফএম’-এ আট বছর উপস্থাপক হিসেবে কাজ করেন। ২০১৬ সালে আরটিভির ‘ম্যাজিক বাউলিয়ানা’ অনুষ্ঠানের উপস্থাপনা দিয়ে টিভি’তে উপস্থাপনা শুরু। এরপর বিভিন্ন সময়ে নাগরিক টিভি’র ‘বাংলা বাউল’, একুশে টিভির ‘মনের মতো গান’ , বিটিভির ‘বাংলাদেশের হৃদয় হতে’সহ আরো বেশকিছু অনুষ্ঠানে টানা কয়েক বছর উপস্থাপনা করে বেশ প্রশংসিত হন। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত এনটিভি’র (শুক্রবার) ‘ছুটির দিনের গান’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করছেন। একই চ্যানেলে ২০১৮ সাল থেকে ‘এ লগন গান শোনাবার’ অনুষ্ঠানের উপস্থাপনা করেন। এসএ টিভিতে ‘মিউজিক ফেস্ট’ অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি। এদিকে আজ সুমীর জন্মদিন। পরিবারের সঙ্গেই কাটবে তার জন্মদিনের সময়টা।

নিজের কাজ প্রসঙ্গে সুমী বলেন,‘ রেডিওতে কাজ করার আগে গানে আমার বেশ মনোযোগ ছিলো। কিন্তু বাবা মারা যাবার পর বেতারে যখন কাজ শুরু করি, তখন থেকেই গান থেকে একটু একটু করে আমার দূরে সরে আসা। যেহেতু গান গুরুমুখী বিদ্যা, তাই উপস্থাপনার পাশাপাশি গানটা করা হয়ে উঠেনি আমার। যেহেতু আমার সঙ্গীতে অনার্স মাস্টার্স, তাই আমি গান বিষয়ক অনুষ্ঠানগুলোই বেশি করি, করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি গবেষণার কাজটা সবসময়ই মন দিয়ে করতে পারি। তবে আগামীতে পিএইচডি করার ইচ্ছে আছে আমার।’ ইউসুফের গাওয়া ‘অলস সময়’ গানে মডেল হিসেবেও সুমী প্রশংসা কুঁড়িয়েছিলেন। এরপর ইউসুফের আরো দু’টি গান এবং মাহতিম শাকিবের দু’টি গানে মডেল হন তিনি। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS