ভিডিও

গুলিবিদ্ধ বলিউড অভিনেতা গোবিন্দ 

প্রকাশিত: অক্টোবর ০১, ২০২৪, ১২:১৬ দুপুর
আপডেট: অক্টোবর ০২, ২০২৪, ১২:৪০ রাত
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ হয়েছেন। ১ অক্টোবর (মঙ্গলবার) ভোরে গুলিবিদ্ধ হন তিনি।জানা গেছে, মঙ্গলবার সকালে ভুলবশত নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে ফেলেন গোবিন্দ। বন্দুক পরিষ্কার করার সময় এই বিপদ ঘটে। রিভলবার থেকেই গুলি ছিটকে লাগে তার পায়ে। যার জেরে প্রচুর রক্তক্ষরণ হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোবিন্দকে ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি করা হয়েছে। তার পরিস্থিতির ওপর নজর রাখছেন চিকিৎসকরা।

বলিউড অভিনেতার ম্যানেজার শশী সিং একটি সংবাদ সংস্থাকে বলেছেন, ‘গোবিন্দ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে লাইসেন্সড রিভলবারটি তিনি তুলে রাখতে যান। আচমকাই হাত থেকে মাটিতে পড়ে গেলে বন্দুক থেকে গুলি ছিটকে ওর পায়ে লাগে।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বের করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভালো আছেন। এই মুহূর্তে তিনি মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS