ভিডিও

হাসপাতালে সুপারস্টার রজনীকান্ত

প্রকাশিত: অক্টোবর ০১, ২০২৪, ০৪:১২ দুপুর
আপডেট: অক্টোবর ০১, ২০২৪, ০৪:১২ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচিত্রের সুপারস্টার রজনীকান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে (৩০ অক্টোবর) হৃদরোগ সংক্রান্ত সমস্যা দেখা দিলে বর্ষীয়ান এ অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার হৃদরোগ সংক্রান্ত সমস্যার কারণে ‘থালাইভা’ অভিনেতা রজনীকান্তকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে এখন অবস্থা স্থিতিশীল। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন এই সুপারস্টার। সম্প্রতি, তিনি স্বাস্থ্যের অবনতিকে কারণ হিসেবে দেখিয়ে রাজনীতি থেকেও বেরিয়ে এসেছেন। ৭৬ বছর বয়সী অভিনেতা ২টি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন-পরিচালক জ্ঞানভেল রাজার ভেট্টিয়ান, যা ১০ অক্টোবর মুক্তি পাবে এবং লোকেশ কানারাজের কুলি। কয়েকদিন আগেই চেন্নাই ফিরেছিলেন তিনি। চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন রজনীকান্ত। তার সবশেষ  মুক্তিপ্রাপ্ত ‘জেলার’ ব্লকবাস্টার সিনেমা হয় বক্স অফিসে। সামনে ‘ভেট্টিয়ান’ দিয়ে রজনীকান্তের ১৭০তম সিনেমা হতে চলেছে। ভেট্টিয়ান বছরের সবচেয়ে বড় বাজেটের সিনেমার মধ্যে একটি হতে চলেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS