আবারও হত্যার হুমকি পেলেন সালমান খান
বলিউড ভাইজান সালমান খানকে একের পর এক হত্যার হুমকি দেয়া হচ্ছে। নতুন করে আবারও এলো হুমকি। পাশাপাশি মহারাষ্ট্রের বিধায়ক এবং কিছুদিন আগে গুপ্তহত্যার শিকার বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকেও হত্যার হুমকি দেয়া হয়েছে।
এই হুমকির পরপরই ২০ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গ্রেফতার ওই তরুণের নাম গোফরান খান। তাকে উত্তর প্রদেশের নয়ডা থেকে আটক করা হয়। পরে তাকে হেফাজতে নেয় মুম্বাই পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গোফরান খানকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের বান্দ্রায় জিশান সিদ্দিকির অফিসে একটি বার্তা পাঠানো হয়। সেখানে সালমান খান ও মহারাষ্ট্রের বিধায়ক জিশানকে হত্যার হুমকি দেওয়া হয়। হুমকির সঙ্গে মুক্তিপণও দাবি করা হয়।
আরও পড়ুন
জিশান সিদ্দিকির অফিসের এক কর্মচারী এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেন এবং একটি এফআইআর দায়ের করা হয়। পুলিশ পরে হুমকির মূল হোতা হিসেবে মোহাম্মদ তৈয়ব নামে একজনকে শনাক্ত ও গ্রেপ্তার করে।
এর আগে মুম্বাই পুলিশ জামশেদপুরের ২৪ বছর বয়সী সবজি বিক্রেতা শেখ হুসেন শেখ মহসিনকে গ্রেফতার করে সালমান খানকে হুমকি দেওয়ার অভিযোগে। মহসিন মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে হুমকির বার্তা পাঠিয়েছিল ৫ কোটি রুপি মুক্তিপণ দাবি করেছিল
তারও আগে লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সালমান খান।
মন্তব্য করুন