বিনোদন ডেস্ক : দেশের ২১টি সিনেমা হলে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নিপুণ আক্তারের সিনেমা ‘ভাগ্য’। মাহবুবুর রশিদের পরিচালনায় এতে নিপুণের বিরপীতে অভিনয় করেছেন চিত্রনায়ক মুন্না।
চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘অনেকদিন পর মুন্নার সঙ্গে অভিনয় করেছি। এটি মুক্তি পাচ্ছে ৩ ফেব্রুয়ারি। এর আগেও তার সঙ্গে কাজ করেছি। বরাবরের মতোই তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো। আশা করি, নতুন এই ছবিটি সবার ভালো লাগবে।’
চিত্রনায়ক মুন্না বলেন, ‘ভালোভাবে ছবির কাজটি করার চেষ্টা করেছি। নিপুণের সঙ্গে এর আগে “ধূসর কুয়াশা”য় কাজ করার কারণে রসায়নটা ভালো হয়েছে। শুক্রবার ছবিটি মুক্তি পাবে। ছবিটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে মৌলিক গল্পে নির্মিত। আশা করি, গল্পটি সবার পছন্দ হবে।’
দেশপ্রেম ও সামাজিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভাগ্য’। হালিমা কথাচিত্রের ব্যানারে সিনেমাটির পরিবেশনার দায়িত্বে আছে দি অভি কথাচিত্র। আর ‘ভাগ্য’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, গাঙ্গুয়া, সাবিহা জামানসহ অনেকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।