শিগগিরই বিয়ের পিঁড়িতে কিয়ারা ও সিদ্ধার্থ

প্রকাশিত: ফেব্রুয়ারি ০২, ২০২৩, ০৪:৫৪ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ০২, ২০২৩, ০৪:৫৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : বলিউডে কিয়ারা আদভানী ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেম পরিণয়ের গুঞ্জন। বলিপাড়ায় জল্পনা, খুব দ্রুত বিয়ের পিঁড়িতে বসছেন এই দুই তারকা।

জানা গেছে, কিয়ারা ও সিদ্ধার্থ এর বিয়ের বাকি আর মাত্র কয়েকদিন। আর তাইতো বিয়ের সব প্রস্তুতিও চলছে জোরেশোরে। আর তাদের বিয়ের সেই গুঞ্জনে ঘি ঢেলেছেন তারা দুজনেই। কিয়ারাকে দেখা গেছে ফ্যাশন ডিজাইনার মাণীশ মলহোত্রার বাড়ির বাইরে। ধারণা করা হচ্ছে বিয়ের পোশাক চূড়ান্ত করতেই কিয়ারা পৌঁছেছেন এই ডিজাইনারের বাড়িতে।

বলিউড অভিনেত্রী কিয়ারা ভীষণ পছন্দের পোশাকশিল্পী মণীশ মলহোত্রা। মণীশের বাড়িতে একাধিক পার্টিতে দেখা যায় 'কাবির' খ্যাত অভিনেত্রীকে। সেই সব পার্টিতে বহুবার একসঙ্গে দেখা গিয়েছে লাভ বার্ড সিড-কিয়ারাকেও। সংবাদমাধ্যমে বিয়ের প্রশ্নে সোজাসাপ্টা উত্তর না দিলেও তাদের লাজুক হাসিতেই ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন অনুরাগীরা।

গত বছর নিজের শোয়ে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের প্রসঙ্গ তোলেন কারান। বিয়ের সিদ্ধান্ত বা তারিখ নিয়ে তখন কোনো কিছু খোলসা না করলেও কিয়ারা জানান, ‘সিদ্ধার্থ ও তার সম্পর্ক বন্ধুত্বের থেকে বেশি’। আর তার পর থেকেই শুরু হয় কিয়ারা সিডের প্রেম ও বিয়ের গুঞ্জন। এবার হয়তো সেসব গুঞ্জন সত্যি করেই এক হতে চলেছেন বি-টাউনের এই তারকা যুগল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়