এখনও ঝুঁকিমুক্ত নন দগ্ধ অভিনেত্রী শারমিন

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৫, ২০২৩, ০২:৩১ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ০৫, ২০২৩, ০২:৩১ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অগ্নিদগ্ধ অভিনেত্রী শারমিন আঁখি। চিকিৎসক জানিয়েছেন, আগের চেয়ে অবস্থার সামান্য উন্নতি হলেও এখনো ঝুঁকিমুক্ত নন আঁখি। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, আঁখি এখনো আইসিইউতেই আছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। 

আঁখির স্বামী রাহাত কবির বলেন, ‘অবস্থা এখনো ভালো বলা যাবে না। আগের চেয়ে ৫ শতাংশ ভালো বলা যায়। তবে ঝুঁকি রয়েছে। পরিস্থিতি ভালো না হলে আরও দু-চার দিন আইসিইউতে থাকতে হবে। কারণ, এ ধরনের আগুনে পোড়া রোগীদের নিয়ে ঝুঁকি সব সময়ই থাকে।’ 

রাহাত আরও বলেন, ‘এখন আর অক্সিজেন দিতে হচ্ছে না। পোড়া অংশের ড্রেসিং করা হয়েছে। এখন আঁখিকে ঘুমের ওষুধ খাইয়ে রাখা হয়েছে। আশা করছি অবস্থার উন্নতি হবে। সবার কাছে দোয়া চাই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়