৩১-এ পা দিলেন নোরা ফাতেহি

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৬, ২০২৩, ০৪:৩৯ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ০৭, ২০২৩, ১২:০৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : গত কয়েক বছরে বলিউডে নিজের আলাদা পরিচতি তৈরি করেছেন নোরা ফাতেহি। আজ এই তারকার ৩১ তম জন্মদিন।

বলিউডের 'আইটেম গার্ল' হিসেবে পরিচিত এই তারকার জন্মদিন উপলক্ষে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় জানানো হয়েছে বেশ কিছু তথ্য।

মরক্কোর এক পরিবারের নোরা ফাতেহির জন্ম। বেড়ে উঠেছেন কানাডাতে। তবে এখন তিনি নিজেকে মনেপ্রাণে একজন ভারতীয় ভাবেন। ২০১৪ সালে 'রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবন' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন নোরা। তবে ভারতীয় চলচ্চিত্রের অন্য ভাষার ছবিতেও তাকে দেখা গেছে।

তেলেগু ছবি 'টেম্পার'-এ তিনি একটি নাচের দৃশ্যে অভিনয় করেছেন। রিয়েলিটি শো 'বিগ বস'-এর নবম সিজনে একজন প্রতিযোগী হিসেবে ছিলেন নোরা। তবে 'দিলবার দিলবার', 'কামারিয়া', 'গারমি'-এর মতো হিট গানগুলিতে নাচের তালে পর্দায় উপস্থিতি নোরাকে বিশেষ খ্যাতি এনে দিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়