বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এর আগে বহুরূপী চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন এই অভিনেতা। চরিত্রের প্রয়োজনে তাকে বিভিন্ন সময় নাটকে গান গাইতে দেখা গিয়েছে। অভিনয়ের পাশাপাশি তিনি যে ভালো সংগীত শিল্পী তার প্রমাণ দিয়েছেন আগেই। এবার চলচ্চিত্রে প্লে-ব্যাক করবেন দাপুটে এই অভিনেতা।
ফজলে কবীর তুহিন পরিচালিত ‘বিলডাকিনি’ সিনেমা দিয়েই তার প্রথম প্লে-ব্যাক যাত্রা শুরু হতে যাচ্ছে। আগামী ৯ ফেব্রুয়ারি গানটিতে কণ্ঠ দেবেন মোশাররফ করিম। নির্মাতা ফজলে কবীর তুহিন জানান, সিনেমার প্রয়োজনে জেলখানার মধ্যে একটা গান দরকার। আর এই গানটিতে কণ্ঠ দেবেন তিনি।
‘যা দেখি তার সবই ভালো/ ভালো, ভালো লাগে না/ ভালো কেন এত ভালো তাই/ কিছু ভালো লাগে না।’-এমন কথার গানটির কথা ও সুর মোশাররফ করিমের, সঙ্গীত পরিচালনা করেছেন আশরাফ বাবু।
‘বিলডাকিনি’ সিনেমায় মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার পার্ণো মিত্র। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আইরিন পুতুল, উজ্জ্বল, সম্রাট, ফারুক প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।