অমৃত রায়, রিপোর্টার
"Breathing is a Gift" একটি চলচ্চিত্র যা স্মৃতি এবং কঠোর বাস্তবতার তাৎপর্যের উপর ভিত্তি করে তৈরি করা।
মোহাম্মদ আল হাসিব খানের "ব্রেথিং ইজ এ গিফট" গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল 2023-এ সেরা বাংলাদেশী চলচ্চিত্রের
জন্য হীরালাল সেন মেমোরিয়াল পুরস্কার জিতেছে।
কক্সবাজারের উপকূলীয় এলাকায় এ বছর অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল। বিশ্বব্যাপী 102টি দেশ
1475টি চলচ্চিত্র নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করেছিল কিন্তু এর মধ্যে মাত্র 32টি প্রদর্শন করা হয়েছিল। সমাপনী অনুষ্ঠানের সন্ধ্যায়,
লাবনী সৈকতে পুরস্কার বিতরণ করা হয় যেখানে "ব্রেথিং ইজ এ গিফট" সেরা বাংলাদেশী চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। এই চলচ্চিত্রটি স্মৃতি
এবং রূঢ় বাস্তবতার তাৎপর্যের উপর ভিত্তি করে নির্মিত যা 22 তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর প্রিমিয়ার হয়েছিল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন,
চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, প্রযোজক জেরেমি চুয়া, অভিনেত্রী রোকেয়া প্রাচী,
আজমেরী হক বাঁধন ও প্রযোজক আরিফুর রহমান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।