আমি নকল মানুষ না : পরীমণি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৩:৫৮ দুপুর
আপডেট: মার্চ ১৬, ২০২৩, ০৩:৫৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : ভালোবেসে বিয়ে করেন পরীমণি-রাজ। তাদের ঘর আলো করে এসেছে ফুটফুটে পুত্র রাজ্য। মাঝে মধ্যে এ দম্পতির সংসার জীবনে বৈরিতা তৈরি হয়। যদিও কিছুটা সময় পর সেই তিক্ততা মধুর সম্পর্কে রূপ নেয়। গ্ল্যামার কন্যা পরীমণির ফেসবুক স্ট্যাটাসে এসবের প্রমাণ মেলে।

গত দু’দিনে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। আর এসব ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দানা বেঁধেছে রহস্য। তবে কি কারণে এবং কার উদ্দেশ্যে এসব পোস্ট দিয়েছেন তা পরিষ্কার করেননি এই নায়িকা। তার পোস্টের কমেন্ট সেকশনে একাধিক মন্তব্য করেছেন তার স্বামী শরীফুল রাজ। গতকাল রাতে শরীফুল রাজ তার ফেসবুকে পরীর সঙ্গে পুত্র রাজ্যের একটি ভিডিও প্রকাশ করেন। ক্যাপশনে লাভ ইমোজি দিয়ে লিখেন, ‘অ্যাঞ্জেল মাদার, লেট নাইট লাভ।’

এরপরই পরীমণি তার ফেসবুকে লিখেন, ‘রাত সাড়ে ৩টায় বাসা থেকে বের হয়ে () ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই! কিন্তু পারি না। কারণ আমি লোক দেখানো নকল মানুষ না।’ পরীর এই স্ট্যাটাসের কমেন্ট বক্সে রাজ লিখেন, ‘আমি তার সঙ্গে আরো সময় কাটাতে চাই। পরী দেখায়ে কেউ আসল আর নকল হতে পারলে তো হতই আমরা সবাই মানুষ। তুমি একজন অসাধারণ মা।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়