শুক্রবার (১৭ মার্চ) ভোর ৬টার দিকে ফেসবুক লাইভে এসে গাড়ির শো রুম ভাঙচুরের অভিযোগ করেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।
মাহিয়া মাহির স্বামী গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের গাড়ির শো রুমে এ ভাঙচুরের ঘটনা ঘটে। ভোরে মহানগরীর বাসন থানাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে অবস্থিত শো রুমে হামলার ঘটনা ঘটে।
লাইভে মাহিয়া মাহি বলেন, ভোর ৫টার দিকে স্থানীয় ইসমাইল হোসেন লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে তাদের মালিকানাধীন সনিরাজ কার প্যালেস শো রুমে হামলা করা হয়। হামলাকারীরা শো রুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে দরজা জানালার কাঁচ, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর এবং শো রুমের সাইন বোর্ড খুলে নেয়। এ সময় তারা অফিস কক্ষ তছনছ করে ও টাকা পয়সা লুট করে নিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম বলেন, ৯৯৯-এ কলের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন। সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।