শুভশ্রীর বড় সারপ্রাইজ!

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩, ০৩:৫৩ দুপুর
আপডেট: মার্চ ১৯, ২০২৩, ০৩:৫৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : কয়েক সপ্তাহ আগে শুরু হয়েছে ‘ডান্স বাংলা ডান্স’। নাচের এই রিয়েলিটি শো সিজনের পর সিজন ধরে দর্শকদের মনোরঞ্জন করে আসছে। এবারও অন্য নন ফিকশন শোগুলোকে ছাড়িয়ে যাচ্ছে এই শো। ছোট্ট ছোট্ট প্রতিযোগী থেকে শুরু করে বড়রাও তাদের নাচের প্রতিভা দিয়ে মুগ্ধ করছেন বিচারক থেকে দর্শকদের। এবার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ঘোষণা করলেন, ছেলে ইউভানকেও ডান্স বাংলা ডান্সে অংশ নেওয়াবেন তিনি।

গতবারের মতো এই সিজনেও বয়সের কোনো সীমা নেই ডান্স বাংলা ডান্সে। তাই ছোট্ট ছোট্ট প্রতিযোগীরাও বড়দের সঙ্গে পাল্লা দিয়ে নাচ করছে। আর তারাই বেশিরভাগ সময় মন কেড়ে নিচ্ছে বিচারকদের। এবারের সিজনে বিচারক এবং দর্শকদের এমনই এক প্রিয় প্রতিযোগী ঋষিতা। এই শিশুর নাচ আর এক্সপ্রেশনের দেওয়ানা হয়ে উঠেছেন তিন বিচারকই।

শনিবারের পর্বে ছোট্ট কৃষ্ণরূপে ঋষিতার এক মিষ্টি পারফরম্যান্স দেখে প্রশংসায় আদরে ভরিয়ে দেন শুভশ্রী। ওই শিশুর নাচ দেখে নিজের ছেলের কথা মনে পড়ে যায় তার। শুভশ্রী বলে ওঠেন, আমার মনে হচ্ছে যেন ইউভানই নাচছে। আর কয়েক বছর পর ওকেও নামিয়ে দিতে হবে ডান্স বাংলা ডান্সে।
২০২০ সালের সেপ্টেম্বর মাসে একমাত্র ছেলে ইউভানের জন্ম দেন শুভশ্রী। তার বয়স এখন দুই বছর। কিন্তু নেটিজেনদের কাছে ইউভান ‘অ্যাডভান্স বেবি’। একা একা উঠে দাঁড়ানো, হামাগুড়ি থেকে হাঁটা— সবকিছুই সময়ের আগেই শিখেছে সে। বাবা-মায়ের বদৌলতে দুই চাকা থেকে চার চাকায় বসা, শরীরচর্চা সবই করে ফেলেছে ইউভান। রাজ-শুভশ্রী ছেলেকে কোনো কিছুতেই বাধা দেন না। কিছুদিন আগে একটি ট্রেন্ডিং গানের তালে নাচের রিল শেয়ার করেছিলেন শুভশ্রী। সেখানেও মায়ের দেখাদেখি নাচতে দেখা যায় ইউভানকেও। শুভশ্রীর কথায়, ২০২০ সালের বাচ্চারা একটু বেশিই অ্যাডভান্স।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়