রঙিন পোশাকে আবেদনময়ী মালাইকা

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩, ০৪:৩৯ দুপুর
আপডেট: মার্চ ১৯, ২০২৩, ০৪:৩৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : বলিউডে সবচেয়ে আকর্ষণীয় ডান্সকুইন মালাইকা আরোরা। এছাড়া তিনি একজন সুদক্ষ মডেল ও অভিনেত্রী। ১৯৯৭ সাল থেকে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এ অভিনেত্রীকে।

বর্তমানে পর্দায় খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় বলিউডের লাস্যময়ী এ অভিনেত্রীকে। একের পর এক ছবি দিয়ে নেটিজেনদের মাঝে ঝড় তুলেন এ অভিনেত্রী। অভিনেত্রীর ইনস্টাগ্রামে চোখ রাখলেই বুঝা যায়, শরীর নিয়ে বরাবরই মালাইকা খুব সচেতন থাকেন।

সম্প্রতি কয়েকটি ছবিতে নতুন করে আলোচনায় আসেন মালাইকা। সেখানে দেখা যায়, কালারফুল পোশাকের সঙ্গে হাতভর্তি কালো চুড়ি, শুধু তাই নয় পায়ে পোশাকের সঙ্গে ম্যাচিং করে হাই হিল জুতোও তিনি পরেছেন।

সোশ্যাল মিডিয়ায় নিত্য আসা যাওয়া মালাইকার, ১৭.৪ মিলিয়ন মানুষ তাকে ইনস্টাগ্রামে অনুসরণ করে থাকেন। নেটিজেনরা বলছেন, মাল্টি রঙের পোশাকে বেশ মানিয়েছে ডিভাকে, এই ড্রেসে মালাইকা আরও মোহময়ী হয়ে উঠেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়