বিনোদন ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কমল হাসান কন্যা শ্রুতি হাসানকে হেনস্থা করেছেন এক ভক্ত। যদিও এমন পরিস্থিতির মুখে তিনি এর আগেও পড়েছেন। তবে এবার অভিনেত্রীকে কটাক্ষ করা হয়েছে ভার্জিনিটি নিয়ে। এর জবাবে নায়িকা উত্তরটা দিয়েছেন দারুণ ভঙ্গিতে। তাতে বোঝাই যাচ্ছে, ক্ষেপে গেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের হেনস্থা করা নতুন কোনো বিষয় নয়। শ্রুতি প্রায়ই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ করেন। লাইভের পাশাপাশি প্রশ্নোত্তর সেশনও রাখেন তিনি। আর সেখানেই এক ভক্ত তার কাছে প্রশ্ন রাখেন, ‘আপনি কি ভার্জিন?’ এর জবাবে শ্রুতি লেখেন, ‘বানান আমার বন্ধু বানান। তুমি যদি নোংরা বা অদ্ভুত হতে চাও, তার আগে বানান শিখে আসো।’
প্রসঙ্গত, শ্রুতিকে কটাক্ষ করা সেই ব্যক্তি 'virgin'-এর পরিবর্তে লিখেছিলেন 'verjain'।
কটাক্ষকারীদের উদ্দেশে তিনি বলেন,‘ভালোবাসা ছড়িয়ে দিন, কুৎসা নয়। আমি প্রতিদিন নিজেকে ভালোবাসতে শিখছি। কারণ, আমার জীবনের সবচেয়ে বড় প্রেমের গল্পটি নিজের সঙ্গেই। আশা করি, আপনাদেরও তা-ই হবে।’
অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা কমল হাসান এবং অভিনেত্রী সারিকা ঠাকুরের মেয়ে শ্রুতি হাসান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।