অভি মঈনুদ্দীন : মেধাবী ও গুনী নির্মাতা সাগর জাহানের মেগা সিরিয়াল ‘ভালোবাসার অলিগলি’তে অভিনয় করছেন দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী মৌ। এরইমধ্যে ধারাবাহিকটির শুটিং-এ অংশগ্রহন করেছেন মৌসুমী মৌ।
মৌসুমী মৌ বলেন,‘ ধারাবাহিকটি রচনা করেছেন শ্রদ্ধেয় সাগর জাহান ভাই। তিনি আমাকে চমৎকার একটি চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি চেষ্টা করছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। সাগর ভাই’সহ ইউনিটের প্রত্যেকেই আমাকে ভীষণভাবে সহযোগিতা করছেন। আমার বিশ্বাস নাটকটি প্রচারে এলে দর্শকের ভীষণ ভালো লাগবে। কারণ এটা সত্যি যে সাগর জাহান ভাইয়ের নাটকের আলাদা দর্শক আছেন। তারা সাগর জাহান ভাইয়ের নতুন নাটকের জন্য অপেক্ষা করেন। সেই হিসেবে ভালোবাসার অলিগলি’ও দর্শকের সেই অপেক্ষার সুন্দর অবসান ঘটাবে।’
মিডিয়াতে মৌসুমী মৌ’র পথচলাটা খুব বেশিদিনের নয়। কিন্তু অল্প সময়েই তিনি ভালো ভালো গল্পের নাটকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। এবার নাটকে একক নায়িকা হিসেবেও অর্থাৎ গল্পের প্রধান চরিত্রে অভিনয় করেও বেশ প্রশংসিত হচ্ছেন তিনি। এরই মধ্যে ইউটিউবে তার অভিনীত নতুন নাটক সাইদুর রহমান তানিম রচিত ও মেহেদী হাসান রাব্বী পরিচালিত ‘চলো পালিয়ে যাই’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হচ্ছেন। নাটকটি প্রকাশের পর থেকেই মৌসুমী মৌ তার অভিনীত চরিত্রটির জন্য বেশ সাধুবাদ পাচ্ছেন। এরইমধ্যে মৌসুমী মৌ মোঃ রমিনুল হক সায়াদের ক্লথিং ব্যাণ্ড ‘হাওর জিন্স’র মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়া মৌসুমী মৌ প্রথমবারের মতো জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে সৈয়দ শাকিলের পরিচালনায় ‘ছায়াবাজি’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। এতে মৌসুমী মৌ’য়ের অভিনয়ের বেশ প্রশংসা করেছেন অপু বিশ্বাস। অপু নিজেও মৌয়ের অভিনয়ে নিয়ে ভীষণ আশাবাদী। আগামী ঈদে মৌসুমী মৌ অভিনীত ওয়েব ফিল্ম ‘ছায়াবাজি’ আরটিভির ওটিটি প্লাটফরমে প্রচার হবার কথা রয়েছে।
এরইমধ্যে অনুষ্ঠিত ‘প্রপার্টি ফেয়ার ২০২৩’এ উপস্থাপনার কাজও করেছেণ তিনি। শিগগিরই প্রচারে আসছে মৌসুমী মৌ অভিনীত জুলফিকার ইসলাম শিশির পরিচালিত নাটক ‘বউয়ের রোমান্টিক অত্যাচার’। এছাড়াও প্রচারে আসছে মাহমুদ হাসান রানার ‘মুডি টিচার’ নাটকটি। মৌসুমী মৌ বর্তমানে গল্প এবং চরিত্রের প্রতি ভীষণ মনোযোগ দিচ্ছেন। যে কারণে নির্মাতারাও তাকে কাজে নিচ্ছেন বুঝে শুনে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।