এবার একইফ্রেমে জয়া-স্বস্তিকা

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩, ১০:১৫ রাত
আপডেট: মার্চ ২৫, ২০২৩, ০৩:৫৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

জয়া আহসান ও স্বস্তিকা মুখার্জী দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রি। 

জয়া যদিও বর্তমানে দুই বাংলাতেই সমানতালে অভিনয় করে চলেছেন। প্রায় এক দশক ধরে টালি পাড়ায় যাতায়াত হলেও এই সময়ে বেশ কিছু দর্শকনন্দিত সিনেমায় অভিনয় করে সুনাম কুড়িয়েছেন। 

সঙ্গে ঝুলি ভরেছেন পুরস্কারেও। জয়ার এই দৌড়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী বলা যায় স্বস্তিকা মুখার্জীকে। যিনি আরও অনেক আগে থেকেই টালিউডে প্রতিষ্ঠিত। গ্ল্যামার-মাসালার গণ্ডি ছাড়িয়ে তারা দুজনই গল্প-চরিত্র নির্ভর কাজে মুগ্ধতা ছড়াতে পটু। 

বছরের পর বছর ধরে একই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, অথচ জানলে চমকে যেতে হয় যে, তাদের মধ্যে এর আগে কখনও সরাসরি দেখাই হয়নি। একসঙ্গে কাজ তো বহু দূরের কথা। তবে এবার সাক্ষাৎ ও কাজের সেই সাঁকো তৈরি করে দিলো কলকাতার একটি ম্যাগাজিন। তাদের ফটোশূটেই দেখা হয়েছে জয়া-স্বস্তিকার। এরপর একসঙ্গে ক্যামেরাবন্দীও হয়েছেন দুজনে। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার ম্যাগাজিন ইনডালজের সৌজন্যেই এক হয়েছেন জয়া-স্বস্তিকা। ফটোশূটের একটি ছবি পোস্ট করে বিষয়টি সামনে এনেছেন পত্রিকাটির জ্যেষ্ঠ সহকারী সম্পাদক শর্মিষ্ঠা ঘোষাল।

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়