নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১২ মে বাংলাদেশে মুক্তি পেয়েছিল ভারতীয় সিনেমা ‘পাঠান’। ছবিটি নিয়ে দর্শকদের মনে কম আগ্রহের কমতি ছিল না। বলিউড বাদশা শাহরুখ খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়াসহ অনেকেই। মুক্তির পর থেকে সফলতাও নেহাত কম পায় নি সিনেমাটি।
সিনেমা হলের ভাগ্য ফেরাতে বাংলাদেশে আমদানি করা হয়েছিল ‘পাঠান’ সিনেমাটি। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে দেশে আনা হয়েছিল সিনেমাটি। ধারণা করা হয়েছিল, মুক্তির পর দর্শকদের উপচেপড়া ভিড় হবে।
প্রথম সপ্তাহে সারাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘পাঠান’। মাল্টিপ্লেক্সগুলোতে ভালো দর্শক টেনেছে সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহে ‘পাঠন’ সিনেমার হল সংখ্যা বাড়লেও কমেছে শো সংখ্যা। জানা গেছে, ৪৩টি হলে প্রতিদিন ১৮৫টি শো চলছে সিনেমাটির।
মুঠোফোনে আমদানিকারক অনন্য মামুনের গনমাধ্যমকে জানান, এখন পর্যন্ত আমাদের আয় হয়েছে ১ কোটি ৪৫ লাখ। দ্বিতীয় সপ্তাহ এখনো রানিং, সুতরাং আয় আরও বাড়তে পারে। তৃতীয় সপ্তাহেও চলতে পারে ‘পাঠান’। তবে শো সংখ্যা কমে আসবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।