কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার ভিসা পেলেন না জায়েদ খান

প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০২:০০ রাত
আপডেট: মে ২৪, ২০২৩, ০৬:০৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

কান চলচ্চিত্র উৎসবে এফডিসির একটি প্রতিনিধিদলের যাওয়ার ছিল। এমনকি টিকিট পর্যন্ত কাটা হয়ে গিয়েছিল বলে জানা যায়। এই প্রতিনিধিদলের সঙ্গে যাওয়ার কথা ছিল অভিনেতা জায়েদ খানের। বিমানের টিকিট পর্যন্ত কাটা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জায়েদ খানের কান-এ যাওয়া হলো না।

শুধু জায়েদ খানই নন, এই দলে ছিলেন অভিনেত্রী নিপুণ আক্তারও। বলা যায়, স্বপ্নভঙ্গই হলো তাদের। ফ্রেন্স দূতাবাস থেকে তাদের ভিসা দেওয়া হয়নি। বিষয়টি জায়েদ খান নিজেই জানিয়েছেন।

এবার ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির পক্ষে কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্মে সময়মতো স্টল বরাদ্দ নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিদলের সুযোগ হলো না তাদের স্টলে যাওয়ার। কেননা এই প্রতিনিধিদল যখন কান শহরে পৌঁছবেন তখন মার্শে দ্যু ফিল্মের পর্দা নামার সময় হয়ে যাবে। হয়তো এ কথা ভেবেই জায়েদ খানসহ বাংলাদেশের প্রতিনিধিদলের পাসপোর্ট ভিসা ছাড়াই ফেরত দেয় ফ্রেন্স দূতাবাস।


সেভাবেই ফ্লাই এমিরেটসের টিকিটও কাটা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভিসা না পাওয়ায় এবারের কান অধ্যায়ের পরিসমাপ্তি এখানে ঘটাতে হলো।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়