মৃত্যুপথযাত্রী ভক্তের শেষ ইচ্ছা পূরণ করবেন শাহরুখ

প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৮:২৫ রাত
আপডেট: মে ২৪, ২০২৩, ০৮:২৫ রাত
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : ভক্তদের কথা সব সময়ই আলাদা বিবেচনায় রাখেন বলিউড তারকা শাহরুখ খান। তারই ধারাবাহিকতায় শত ব্যস্ততাকে একপাশে রেখে এবার এক মৃত্যুপথযাত্রী ভক্তের জীবনের শেষ ইচ্ছায় সাড়া দিয়েছেন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গের খড়দহের শাহরুখ ভক্ত শিবানী চক্রবর্তী ক্যানসারে আক্রান্ত। জীবন-মরনের সন্ধিক্ষণে স্বপ্নের নায়ক শাহরুখকে দেখার ইচ্ছা পোষণ করেছেন ৬০ বছর বয়সী এই বৃদ্ধা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়লে বিষয়টি শাহরুখের চোখে পড়ে। ভক্তের ভালবাসা এড়িয়ে না গিয়ে কাজের ফাঁকে ভিডিও কল করেন শাহরুখ!

শিবানী চক্রবর্তীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা হয় তার। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। ফোনালাপে শাহরুখ জানান, শিবানীর সঙ্গে খুব শিগগির দেখা করবেন তিনি। শিবানীর হাতের মাছের ঝোলের স্বাদও নিতে চান বলিউড অভিনেতা। এমনকি শিবানীর মেয়ের বিয়েতে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। শাহরুখের ফোন পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারেননি শিবানী চক্রবর্তীর মেয়ে প্রিয়া।

প্রিয়া বলেন, ‘আমার গলা বুজে এসেছিল। তবে মা খুব স্বচ্ছন্দেই কথা বলেন। শাহরুখ কথা বললেন আমাদের সঙ্গে প্রায় আধঘণ্টার মতো। মায়ের ক্যানসারের চিকিৎসায় আর্থিক সহায়তার কথা জানিয়েছেন তিনি। বলেছেন কলকাতায় এলে দেখা করবেন। এখনও বিশ্বাস হচ্ছে না। তবে মা খুব খুশি।’

শাহরুখ খানের অন্ধ ভক্ত কলকাতার এই নারী। বাড়ির আনাচে-কানাচে শাহরুখের ছবি লাগানো। ২০০০ সাল থেকে শাহরুখের সব ছবির পোস্টার রয়েছে তার কাছে। দুরারোগ্য অসুখ নিয়েও শাহরুখের ‘পাঠান’ দেখতে হলে গিয়েছিলেন তিনি। অবশেষে ভিডিও কলে দেখা মিলল প্রিয় তারকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়