রূপা’র আহ্বানে ‘কবিতায় বঙ্গবন্ধু’ অনুষ্ঠিত

প্রকাশিত: মে ২৪, ২০২৩, ১০:৫৯ রাত
আপডেট: মে ২৪, ২০২৩, ১০:৫৯ রাত
আমাদেরকে ফলো করুন

অভি মঈনুদ্দীন : গত ২৩ মে ছিলো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তিতে ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির ৫০ বছর পুর্তিতে বঙ্গবন্ধুকে নিবেদিত বিশেষ আবৃত্তির আয়োজন ‘কবিতায় বঙ্গবন্ধু’। বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ’র সদস্য সচিব দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী, প্রশিক্ষক রূপা চক্রবর্তী’র অনুষ্ঠান পরিকল্পনা ও তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি’র উপস্থিতিতে সিদেনি সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ’র আহ্বায়ক বরেণ্য আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। আবৃত্তি আয়োজনে আবৃত্তি ও কবিকন্ঠে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ করা হয়।

অনুষ্ঠান সভাপতি জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন,‘ বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ এই দিনটিকে আনন্দ অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করেছে। এই বিশেষ অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য মাননীয় সংষ্কৃতি মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের প্রত্যেক সদস্য ও শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।’ রূপা চক্রবর্তী বলেন,‘ বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্ণ’র বিশেষ এই দিনটিকে আমরা গভীর শ্রদ্ধা, অনন্য মর্যাদায় ও গৌরবের সাথে পালন করার চেষ্টা করেছি। মাননীয় সংস্কৃতি মন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সেই সাথে সংস্কৃতি মন্ত্রনালয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী’র প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এভাবেই আগামীতেও তারা আমাদের পাশে থাকবেন, আমাদের অনুপ্রেরণা দিবেন আমি আমরা বিশ্বাস করি।’ অনুষ্ঠানে স্বাগত প্রীতিকথা বলেছেন রূপা চক্রবর্তী এবং মারুফুল ইসলামের জুলিও কুরি নিয়ে নতুন কবিতা ‘বিশ্ব শান্তির বিশ্ববন্ধু’ও আবৃত্তি করেছেন তিনি। এটি জুলিও কুরি নিয়ে নতুন কবিতা ছিলো । 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়