মেয়ের বাবা হলেন নায়ক রোশান

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০১:০৭ দুপুর
আপডেট: মে ২৫, ২০২৩, ০১:০৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : মেয়ের বাবা হলেন চিত্রনায়ক রোশান। দিন কয়েক আগে বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। যদিও বিয়ের পর্ব সেরেছিলেন আজ থেকে প্রায় তিন বছর আগে। বাবা হওয়ার সুখবরটি রোশান তার সামাজিকমাধ্যমে নিশ্চিত করেন। বুধবার রাত ১০টা ৫৮ মিনিটে তিনি তার ফেসবুকে নবজাতকের চারটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখেন, ‘আল্লাহ আজ আমাকে বেহেশত দান করেছেন, আলহামদুলিল্লাহ।’

জিয়াউল রোশান জানান, বুধবার (২৪ মে) বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী তাহসিনা এশা কন্যাসন্তান জন্ম দিয়েছেন। এ সময় রোশানসহ দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাত ৩টা পর্যন্ত সিনেমার গানের শুটিং করেছিলেন। রাতে ফিরে দেখেন স্ত্রী কিছুটা অস্বস্তি বোধ করছেন। ভোরে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করান। সকালে তার কন্যা ভূমিষ্ঠ হয়।

প্রথমবার বাবা হওয়ার অনুভূতি জানিয়ে রোশান বলেন, ‘আমি বাবা হয়েছি। মা ও সন্তান দুজনই সুস্থ আছে। এর চেয়ে আর ভালো লাগা কী হতে পারে। দুই পরিবারের সবাই খুশি আমরা। তবে মেয়ের নাম এখন চূড়ান্ত করা হয়নি। শিগগিরই আকিকার অনুষ্ঠানের মাধ্যমে আমার মেয়ের নাম জানাব সবাইকে। বাবা হওয়ার অনুভূতি সত্যি অন্যরকম, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সেই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। শুধু এটাই বলতে চাই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।’

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়