অভি মঈনুদ্দীন : কলকাতাতে মুক্তি পেয়েছে নূসরাত ফারিয়া ও অঙ্কুশ অভিনীত নতুন সিনেমা সৌমিক হালদার পরিচালিত ‘আবারো বিবাহ অভিযান। গেলো টানা তিনদিন সিনেমাটির প্রচারের কাজে কলকাতেই ব্যস্ত সময় কাটিয়ে ঢাকায় ফিরেছেন নূসরাত ফারিয়া।
নূসরাত ফারিয়া বলেন,‘ অঙ্কুশ আর আমার নতুন সিনেমা মুক্তি পেলো বৃহস্পতিবার। এই সিনেমার প্রচারনার জন্যই কলকাতা গিয়েছিলাম। টানা তিনদিন প্রচারনা শেষে ঢাকায় ফিরেছি। তবে কলকাতায় সিনেমা হলে হলে গিয়ে দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখার সুযোগ হয়নি। কারণ ঢাকাতে আরো গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাকে চলে আসতে হয়েছে। দু’টো খুব ভালো খবর আছে। শিগগিরই সবাইকে জানাবো। আর নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে আমার আর অঙ্কুশ’র রসায়ন আশা করছি আরো ভালো লাগবে।’
এদিকে কলকাতা থেকে ফেরার আগে সেখানেও তিনি বাবা যাদবের পরিচালনায় নতুন আরো একটি সিনেমাতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। কলকাতায় রকস্টার নামের আরো একটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। যৌথ প্রযোজনায় নূসরাত ফারিয়ার যাত্রা শুরু হয়েছিলো ‘আশিকী’ সিনেমা দিয়ে। এরপর ‘বাদশা দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’,‘ হিরো ৪২০’ সিনেমাতেও অভিনয় করে দর্শককে মুগ্ধ করেন। এদিকে ঢাকাতে আগামী ঈদের আগেই রাজধানীর তেজগাঁওতে কফিশপ ‘ক্রিমশন কাপ’র নতুন আউটলেট’র উদ্বোধন হবে নূসরাত ফারিয়ার হাত ধরেই। সর্বশেষ নূসরাত ফারিয়া রাজধানীর মিরপুরে ‘ক্রিমশন কাপ’র নতুন আউটলেট’র উদ্বোধনী’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।