বাড়ছে এসি সংযোগ, সংকট মিস্ত্রির

প্রকাশিত: মে ০৯, ২০২৩, ০৯:১৯ রাত
আপডেট: মে ০৯, ২০২৩, ০৯:১৯ রাত
আমাদেরকে ফলো করুন

অমৃত রায় : ঢাকাসহ দেশের বড় অংশজুড়ে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। বয়ে যাচ্ছে দাবদাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, ৫৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে রাজধানীতে। আর এই প্রচণ্ড গরমে বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের বিক্রি, বেড়েছে পুরাতন এসি মেরামতের হারও।
বাজার ঘেটে জানা গেছে যে, বিভিন্ন শো-রুমে এসি বিক্রির হার তুলনামূলক ভাবে এবছরে অনেক বেশী। এসির উৎপাদন বৃদ্ধিতে দাম কমেছে পায় ৩০% এর বেশী। যার দরুন মধ্যবিত্তের ঘরেও এখন জায়গা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র।
এসি বিক্রির হার বাড়লেও সংযোগ দিতে পারে মেকানিকের সংখ্যা পূর্বের মতোই,যা সংযোগ ভোগান্তির অন্যতম কারণ। পুরাতম এসি মেরামতের জন্য ভীড় জমেছে মেকানিকের দোকানে।
 
ঢাকার আজিমপুরে ওয়ালটন শোরুম থেকে এসি কিনতে যাওয়া ফারুক উদ্দিন জানান, " এসির দাম কমায়, আর তীব্র দাবদাহে এবার এসি কিনেই ফেললাম। তবে এসি সংযোগ দেওয়ার জন্য মিস্ত্রির অপেক্ষা করছি ১ ঘণ্টা ধরে। বাসায় সবাই অপেক্ষায় আছে নতুন এসির আনন্দ নিতে।"
 
কাশ্মিরীটোলায় একজন রেফ্রিজারেশন মেকানিক জানায়, " এখন কাজের অনেক চাপ। যদিও আমাদের চার্জ বাড়ে নি কিন্তু কাজ বেশী থাকায় পুষে যাচ্ছে। তবে লোকবল সংকট থাকায় অনেক কাজ ই ছেড়ে দিতে হচ্ছে। "

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়