দাঁত হলুদাভ বা লালচে হওয়ার কারণ

প্রকাশিত: জানুয়ারী ০৩, ২০২৩, ০৫:১৭ বিকাল
আপডেট: জানুয়ারী ০৩, ২০২৩, ০৫:১৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্বাস্থ্যকথা ডেস্ক : অনেকেই দাঁতের হলুদাভ কিংবা লালচে নিয়ে বিব্রত হন। মূলত বেশি বেশি কফি বা চা পানে এমনটি হতে পারে। আবার যাদের বেভারেজ জাতীয় পণ্যে আসক্তি অর্থাৎ সফট ড্রিংস বেশি খান, তাদেরও ধীরে ধীরে দাঁত হলুদাভ বা লালচে ভাব হয়ে যায়।

এ ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য প্রথমেই খাবারগুলোর বিষয়ে যত্নবান হতে হবে। বেভারেজ জাতীয় খাবার পরিহার করতে হবে। এরপর দাঁত স্কেলিং ও পলিশিং করালে ভালো ফল পাওয়া যাবে। এরপরও যদি দাঁতের হলদে বা লালচে ভাব হচ্ছে, তাহলে একজন ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে। তিনি দাঁতের গঠন দেখে সঠিক পরামর্শ দিতে পারবেন।

আসলে আমাদের দাঁতের উপরের অংশ এনামেল। এটি ক্ষয় হতে হতে যেটি আসে, সেটি ডেন্টিং। সেখানেই হলুদাভ হয়, যাকে আমরা হলদেটে বা লালচে বলে থাকি। স্কেলিং ও পলিশিংয়ের পরও এ ধরনের সমস্যা থাকলে হোয়াইটিং করা যেতে পোরে। দাঁত হোয়াইটিং অবশ্যই চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে করবেন। কারণ দাঁতের উপরের প্রলেপ বা এনামেল ক্ষয় হয়ে থাকলে এটি করা ঠিক হবে না। এতে দাঁতের শিরশির ভাব বেড়ে যাবে, সেনসিটিভিটি ডেভেলপ করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়