স্ট্রোকের রোগীদের মৃত্যুর প্রধান কারণ অ্যাসপিরেশন নিউমোনিয়া

প্রকাশিত: জানুয়ারী ১০, ২০২৩, ০৪:১৩ দুপুর
আপডেট: জানুয়ারী ১০, ২০২৩, ০৪:১৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্বাস্থ্যকথা ডেস্ক : আমাদের দেশে স্ট্রোকের রোগীদের মৃত্যুর প্রধান কারণ সম্ভবত অ্যাসপিরেশন নিউমোনিয়া। আমরা সবাই সচেতন হলে অনায়াসে এই মৃত্যুর হার কমপক্ষে অর্ধেকে নামিয়ে আনতে পারি। 

খাবার ও শ্বাসের জন্য দুইটি পথ আমাদের গলা বেয়ে নেমে গেছে। আমরা যখন শ্বাস নিই তখন খাবারের পথ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় আবার খাওয়ার সময় শ্বাসের পথ বন্ধ হয়ে যায়। তাই খাবারে থাকা অনাকাক্সিক্ষত বস্তু শ্বাসনালী বা ফুসফুসে গিয়ে কোন ইনফেকশন করতে পারে না। 

স্ট্রোক বা এমন কোন অসুখ যাতে রোগীর গলার মাংসপেশি আক্রান্ত হয় তেমন অসুখে এই শ্বাসের পথের স্বয়ংক্রিয় বন্ধ হওয়া ব্যহত হয়ে অনাকাঙ্খিত বস্তু শ্বাসনালী বা ফুসফুসে প্রবেশ করে। ফলশ্রুতিতে অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়। এই নিউমোনিয়া চিকিৎসা অনেক ব্যয়বহুল। এর জটিলতায় মৃত্যুর হার অনেক বেশি। 

আমরা কিভাবে এই নিউমোনিয়া প্রতিরোধ করতে পারি?

অসুস্থ রোগীদের তাড়াহুড়া না করে ধীরে ধীরে সময় নিয়ে খাওয়াতে হবে। তাদের শোয়া বা আধা শোয়া অবস্থায় খাওয়ানো যাবে না। খাবার গিলতে সমস্যা হলে বা কাশি দিলে জোর করে খাওয়ানো যাবে না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নাকে নল ব্যবহার করতে হবে। অজ্ঞান বা খেতে অক্ষম রোগীর খাওয়ার জন্য নাকের ভেতর দিয়ে এই নল পরানো হয়। এক্ষেত্রে অবশ্যই রোগীকে বসিয়ে খাওয়াতে হবে এবং খাওয়ানোর পরও ২০ মিনিট বসিয়ে রাখতে হবে। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়