স্বাস্থ্যকথা ডেস্ক : বুকে ব্যথা বিভিন্ন ধরনের হতে পারে। তার মধ্যে মারাত্মক সমস্যা থাকতে পারে ১০-১২ শতাংশ। যারা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন, তাদের অযথা বেশি পরীক্ষা-নিরীক্ষা না করে রোগের উপসর্গ অনুযায়ী পরীক্ষা করে চিকিৎসা করা উচিত। বুকে ব্যথা হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসাকেন্দ্রে যাওয়া উচিত।
সাধারণত পাঁচ কারণে বুকে ব্যথা হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হৃদরোগের কারণে বুকে ব্যথা, ফুসফুস সংক্রমণের জন্য বুকে ব্যথা, ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাল ইনফেকশনের কারণে বুকে ব্যথা, স্ট্রেস বা অস্থিরতার কারণে বুকে ব্যথা ও টেন্ডনের মাংস পেশিতে ব্যথার কারণে বুকে ব্যথা হয়। আমরা কার্ডিয়াকে এক ধরনের ও নন-কার্ডিয়াকে চার ধরনের কারণে বুকে ব্যথা চিহ্নিত করে থাকি।
কী কারণে ব্যথা হচ্ছে সেটি নিজে নিজে বিচার না করে দ্রুত হাসপাতালে আসতে হবে বলে সতর্ক করেন চিকিৎসকরা।
হৃদরোগজনিত বুকে ব্যথার রোগীদের একটি বড় অংশ হাসপাতালে আসার সুযোগই পান না। এলেও সঠিক চিকিৎসা পান না। অধিকাংশ বুকে ব্যথা সাধারণ কারণে হলেও একটি অংশের কারণ হৃদরোগ। হৃদরোগজনিত বুকে ব্যথা সঠিক সময়ে ধরতে না পারলে প্রাণ সংশয় হতে পারে। বুকে ব্যথা নিয়ে যত রোগী বহির্বিভাগে চিকিৎসকের শরণাপন্ন হন, তাদের শতকরা পাঁচ ভাগই হৃদরোগে আক্রান্ত থাকেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।