ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

ভিন্ন উদ্যোগে সফল উদ্যোক্তা জাহানারা

সংগৃহীত,ভিন্ন উদ্যোগে সফল উদ্যোক্তা জাহানারা

নিজের আলোয় ডেস্ক ঃ সবজির খোসা ছাড়ানোর কাজ সহজ করার জন্য মেশিন তৈরি করেই সফল উদ্যোক্তা বনে গেছেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ফতেনগর গ্রামের বাসিন্দা জাহানারা আইয়ুব। মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) এর আর্থিক সহযোগিতায় জাহানারা জয় করেছেন দারিদ্রকে।

জাহানারা আইয়ুব এমএসএস এর ৭নং জোনের ১৩নং এরিয়ার ৫২নং শাখার একজন ঋণী সদস্য। বছর কয়েক আগেও জাহানারার সংসার নির্ভর ছিল স্বামী আইয়ুব আলীর আয়ের ওপর। পেশায় যিনি একজন গার্মেন্টস মেশিনারিজ মেকানিক।মাসিক ২৫ হাজার টাকা আয় দিয়ে চারজনের সংসারের ব্যয় মেটাতে প্রতিনিয়তই হিমশিম খেতে হয় জাহানারা আইয়ুবকে। আর্থিকভাবে সচ্ছল হওয়ার লক্ষ্য নিয়ে জাহানারা যুক্ত হন এমএসএস এর মহিলা ঋণদান কর্মসূচির সাথে। গড়ে তোলেন ‘জান্নাতুল এন্টারপ্রাইজ’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে তার ব্যবসায়িক মূলধন প্রায় ১২ লক্ষ টাকা।

আরও পড়ুন

চার জন কর্মচারীর বেতন ও আনুষাঙ্গিক খরচ বাদে জাহানারা মাসিক আয় এখন ৬০ হাজার টাকা। ব্যবসায়িক আয় থেকে ইতোমধ্যে জাহানারা বসত বাড়ি পাঁকা করার পাশাপাশি মেয়েদের পড়াচ্ছেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে। একজন সফল নারী হিসেবে এলাকাজুড়ে ব্যপক পরিচিতি পেয়েছে জাহানারা আইয়ুব। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি