শাজাহানপুরে ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর’ মেলার জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
শাজহানপুর (বগুড়া) প্রতিনিধি: জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ বগুড়ার উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমি’র সহযোগিতায় শাজাহানপুরে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর মেলা-২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মো. হযরত আলী। ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ বগুড়ার সভাপতি গৌতম দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা দিলরুবা লাকী, শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ। চার বিভাগে (ক, খ, গ ও ঘ) দিনব্যাপী এ প্রতিযোগিতায় চিত্রাঙ্কন, আবৃত্তি, একক অভিনয়, লোকনৃত্য ও সাধারণ নৃত্য, নজরুল গীতি, পল্লী গীতি ও বঙ্গবন্ধু সংশ্লিষ্ট সঙ্গীত বিষয়ে দুই শতাধিক প্রতিযোগি অংশ নেয়।
আরও পড়ুন
মন্তব্য করুন