ছাত্র আন্দোলনে হামলার মামলায় ইউপি চেয়ারম্যান আটক
নিউজ ডেস্ক: মৌলভীবাজারে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে সদর উপজেলার ৮ নম্বর কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিনকে নিজ বাড়ি থেকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১ নভেম্বর) ভোররাতে তাকে আটকের পর মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনতিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলায় জড়িত ছিলেন ইউপি চেয়ারম্যান রুবেল। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন