ভিডিও বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

সাংবাদিক খুনের প্রায় সব ঘটনাই বিচারহীন : ইউনেসকো

সাংবাদিক খুনের প্রায় সব ঘটনাই বিচারহীন : ইউনেসকো, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ১৬২ জন সাংবাদিক খুন হয়েছেন ২০২২-২৩ সালে, আগের দুই বছরের তুলনায় যা বেশি। সাংবাদিক খুনের প্রায় সব ঘটনাই বিচারহীন থেকে গেছে। ২০০৬ সাল থেকে ইউনেসকো বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার খবর রাখছে।  

শনিবার প্রকাশিত ইউনেসকোর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সাংবাদিক নিহত হওয়ার প্রায় সব ঘটনাতেই দোষীদের কোনো সাজা হয় না বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থাটি বলেছেন, বিশ্বজুড়ে এভাবে সাংবাদিক হত্যা বেড়ে যাওয়া ‘উদ্বেগজনক’। সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে। গত দুই বছরে সেখানে ৬১ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম ছয় সাংবাদিক নিহত হয়েছেন উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপে। 

আরও পড়ুন

প্রতিবেদনে আরও দেখা গেছে, ২০২৩ সালে নিহত সাংবাদিকদের একটি বড় অংশ যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন। মোট ৪৪ জন, ওই বছর নিহত হওয়া মোট সাংবাদিকের ৫৯ শতাংশ। ২০১৭ সালের পর যুদ্ধক্ষেত্রে সাংবাদিক নিহত হওয়ার প্রবণতা হ্রাস পাচ্ছিল। ২০২২-২৩ সালে নিহত সাংবাদিকদের মধ্যে ১৪ জন নারী, মোট মৃত্যুর ৯ শতাংশ। তাদের মধ্যে অন্তত ৫ জনের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। সাংবাদিক খুনের প্রায় সব ঘটনাই বিচারহীন থেকে গেছে। ২০০৬ সাল থেকে ইউনেসকো বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার খবর রাখছে। সংস্থাটির হাতে থাকা তালিকা অনুযায়ী, ৮৫ শতাংশ মামলাতেই কোনো সমাধানে পৌঁছানো যায়নি বা পরিত্যক্ত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি

দেশে আর রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি চাই না : হাসনাত

ছয় লাখ নতুন টিসিবি কার্ড বিতরণ করা হবে : বাণিজ্য উপদেষ্টা

বগুড়ার শিবগঞ্জে সড়কে গাছ কেটে ব্যারিকেড দিয়ে দুটি স্থানে ডাকাতি