ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

ভিনিসিয়ুস ব্যালন ডি’অর না জেতায় যা বললেন ব্রাজিল কোচ

ভিনিসিয়ুস ব্যালন ডি’অর না জেতায় যা বললেন ব্রাজিল কোচ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়র ব্যালন ডি’অর না জেতায় সেটা নানামুখী আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ তো ফুটবল রাজনীতির গন্ধও পাচ্ছেন। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রও বিষয়টা সহজভাবে মেনে নিতে পারেননি। তার মতে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পুরস্কার না পাওয়ায় সেটা অন্যায় হয়েছে! 

ব্রাজিলের দল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে দলটির কোচ বলেছেন, ‘আমার মতে এটা অন্যায় হয়েছে। বিশেষ করে যেহেতু এটা ব্যক্তিগত পুরস্কার।’ রিও ডি জেনেইরোতে দরিভাল এটা পরিষ্কার করেছেন, পুরস্কার জেতা স্প্যানিশ ও ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড রদ্রির বিপক্ষে কোনও ধরনের অভিযোগ নেই তার। তবে দরিভালের মতে, পুরস্কারটা ভিনিসিয়ুসেরই প্রাপ্য ছিল, ‘যে পুরস্কার জিতেছে তার বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। তবে খুব সম্ভবত স্প্যানিশ ফুটবলের অন্যতম একজন দারুণ ফুটবলারের স্বীকৃতি হিসেবে এটা সে পেয়েছে। কিন্তু ভিনিসিয়ুস যা করেছে, সেটার জন্য পুরস্কারটা তার প্রাপ্য ছিল।’

আরও পড়ুন

ব্যক্তিগত পুরস্কার না জিতলেও এই ঘটনায় ভিনি আরেকটি পুরস্কার ঠিকই জিতেছেন বলে মনে করেন ব্রাজিল কোচ, ‘ভিনিসিয়ুস সম্ভবত সেরা যে পুরস্কারটি জিতেছে, সেটা হলো মানুষের সম্মান ও ভালোবাসা। ব্রাজিলের অধিকাংশ মানুষ বুঝতে পেরেছে, এটা তার প্রতি অন্যায় হয়েছে। যে ছিল পুরস্কার জয়ের যোগ্য।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি