কোচিংয়ে আসতে চান না মেসি
স্পোর্টস ডেস্ক : সময়ের পরিক্রমায় ফুটবলারের ক্যারিয়ার শেষের দিকে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির। ২০২৬ বিশ্বকাপে ইতি টানতে পারেন। মাঠের খেলা ছাড়ার পর ডাগআউটে দেখা যাবে কিনা প্রিয় তারকাকে। যা নিয়ে এই তারকার ভক্ত-সমর্থকদের মধ্যে কাজ করে উৎকণ্ঠা। তবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক জানান, অবসরের পর কোচিং ক্যারিয়ারে যুক্ত হওয়ার কোনো ইচ্ছে নেই। এই নিয়ে মেসি বলেন, আমি কোচ হতে চাই না। কিন্তু আমি এখনো নিশ্চিত নই যে আমি ভবিষ্যতে কি করবো। আমি প্রতিদিন যা কিছু করি তা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি শুধু খেলা, প্রশিক্ষণ নিয়ে থাকি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ২০২৬ বিশ্বকাপও হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। গুঞ্জন আছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন এলএম-টেন। তবে ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানান, কবে নাগাদ ফুটবলকে বিদায় জানাবেন সেই বিষয়ে এখনো নিশ্চিত নন। তিনি বলেন, সত্যটা আমি জানি না। আমাকে বেশ কয়েক বার এই কথা জিজ্ঞাসা করা হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার হয়ে আমি কবে নাগাদ বিদায় নিচ্ছি। এছাড়াও নিজের অবসরের বিষয়ে মেসি আরও বলেন, আমি কেমন অনুভব করি তার ওপর নির্ভর করছে আমি কবে নাগাদ অবসর নিব। ফুটবলে অনেক কিছু ঘটে। আমি মনে করি এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি, তাই আমি এটা নিয়ে খুব বেশি ভাবছি না। আমি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তা না করে প্রতিদিন বেঁচে থাকব।
আরও পড়ুনক্লাব ফুটবলে পুরো ক্যারিয়ার সাফল্যে ভরা থাকলেও জাতীয় দলে বড় একটা সময় সাফল্য পাননি আর্জেন্টাইন অধিনায়ক। তবে কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জেতান লিও। নিজের ক্যারিয়ার নিয়ে মেসি বলেন, মানুষ যেমন ভাবে চায় তারা সেভাবেই আমাকে মনে রাখুক। আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল বিশ্বকাপ জেতা, যেটার জন্য আমি দীর্ঘ সময় ধরে লড়াই করেছি এবং এটা (বিশ্বকাপ) জন্য আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। এছাড়াও বার্সেলোনা ও জাতীয় দল নিয়ে মেসি আরও বলেন, আমি ভাগ্যবান ছিলাম বার্সেলোনা এবং জাতীয় দলের হয়ে সবকিছু জিতেছি। এটি আমার এবং আমার পরিবারের জন্য বড় পাওয়া। আমি যা কিছু করেছি তার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।’
মন্তব্য করুন