সংঘবদ্ধ সন্ত্রাসী শরীফকে আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার
নিউজ ডেস্ক: রাজধানীর গ্রিন রোডের হোটেল সিটি ইন -এ অভিযান চালিয়ে কলাবাগান থানায় দায়ের করা একটি অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. শরীফ আব্দুল্লাহকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে শরীফ আব্দুল্লাহকে গ্রেপ্তার করে কলাবাগান থানা পুলিশ। তার নামে কলাবাগান থানায় একটি অস্ত্র মামলা রয়েছে। ২১ সেপ্টেম্বর এই মামলা দায়ের করা হয়। তিনি ওই মামলার এজাহারনামীয় পলাতক আসামি। এছাড়া গ্রেপ্তার শরীফের বিরুদ্ধে ডিএমপির কদমতলী ও নিউমার্কেট থানায় একটি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং কলাবাগান থানায় একটি ছিনতাই ও একটি চুরির মামলা রয়েছে।
অস্ত্র মামলার বিষয়ে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ২০ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে কলাবাগান থানার টহল দল সংবাদ পায় কলাবাগান থানাধীন লাল ফকিরের মাজারের পাশে ৬১/৭ নম্বর বাসায় কয়েকজন দুর্বৃত্ত অপরাধ সংঘটনের উদ্দেশে দেশি-বিদেশি অস্ত্রশস্ত্র মজুদ করে আত্মগোপন করে আছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বিকেল সাড়ে ৩টায় সেখানে অভিযান চালিয়ে মো. শুভ (২৭) ও মো. শাকিল হোসেন (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করে। কিন্তু এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শরীফ আব্দুল্লাহ কৌশলে পালিয়ে যায়। সেসময় গ্রেপ্তারদের কাছ থেকে ম্যাগাজিনসহ দুটি পিস্তল, ১৩ রাউন্ড গুলি, একটি পাইপগান, ১২ রাউন্ড কার্তুজ, একটি এয়ারগান, একটি ইলেকট্রিক শক মেশিন, দুটি চাপাতি, তিনটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, একটি দা, তিনটি মোবাইল ও একটি ওয়েব ক্যামেরা উদ্ধার করা হয়।
আরও পড়ুনএ ঘটনায় পলাতক শরীফ এবং গ্রেপ্তার শুভ ও শাকিল হোসেনের নামে কলাবাগান থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার শরীফ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সদস্য। তিনি ও চক্রের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ও মাদককারবারি পরিচালনা করে আসছে। তারা বিভিন্ন লোকদের ধরে এনে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করতেন বলেও স্বীকার করেছেন।
মন্তব্য করুন